একুশ পদক পেয়ে উচ্ছ্বসিত ফুটবলার উখিয়ার রিপা
নারী ফুটবল দলসহ ১৮ জনকে একুশে পদক তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ...
স্পোর্টস ডেস্ক : খুব বেশি নয়, আর মাত্র ২৮ দিন। এরপরই সেই কাঙ্খিত বিশ্বকাপ। মিনিটে মিনিটে মাঠে-শরীরে উন্মাদনা ছড়াবে, উত্তাপে জড়াবে পছন্দের তারকা খেলোয়াড়রা। সেই বিশ্বকাপ চলাকালেই ফুটবল বিশ্বের দুই মহাতারকা মেসি এবং রোনালদোর শিরোচ্ছেদ করার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আইএস।
জঙ্গী সংগঠনটি বিশ্বকাপ নিয়ে এর আগেও বেশ কয়েকবার বিভিন্নরকম হুমকি দিয়েছে। তবে শেষ এই হুমকিতে ভক্তদের মনে বেশ আতঙ্কের তৈরি করেছে।
আইএসের কার্যকলাপ তদারকী করা সংস্থা সিক্সগিল ফার্ম এ তথ্য প্রকাশ করেছে।
সিক্সগিল একটি ছবি প্রকাশ করেছে যাতে দেখানো হয়েছে জঙ্গিরা মেসি এবং রোনালদোর শিরোচ্ছেদ করছে। বিশ্বকাপ ফুটবল ঘিরে আইএসের একের পর এক হুমকি দর্শকদের মনেও তৈরি করেছে ভীতি। এখন দেখা যাক বিশ্বকাপ চলাকালে আইএস তাদের দেওয়া হুমকিগুলোর বাস্তবায়ন করে, কি করে না।
সূত্র: দ্য মিরর
পাঠকের মতামত