ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০১/২০২৪ ৫:০৮ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সীবাজার বাজার এলাকা থেকে নারী ও শিশুসহ ৬ রোহিঙ্গা আটক করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মুন্সিবাজারের পাশে কৃষি জমি থেকে তাদের আটক করা হয়। তবে, পুলিশ বলছে মাজার জিয়ারতের উদ্দেশ্যে রাহিঙ্গা ক্যাম্প থেতে তারা বের হয়েছিল।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে ওই কৃষি জমিতে দুই পুরুষ, দুই মহিলা ও দুই শিশুসহ ৬ জনকে দেখেন স্থানীয়রা। তাদের কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে তাদের আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদারকে জানানো হয়।

পরে চেয়ারম্যান তাদের নিয়ে আসেন তার মালিকানাধীন মালিকানাধীন মেসার্স তুষার ফিলিং স্টেশনে। এসময় তাদের কাছে রোহিঙ্গা আইডি কার্ড পাওয়া যায়।

আটককৃত রোহিঙ্গারা হলেন, মোহাম্মদ সাহা (১৯), নূর ফাতেমা (১৭), আখলিমা (৭), জুনায়েদ (২৩), তহুরা (২৪), উমায়ের (৪)।

ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার জানান, স্থানীয়রা শিশু সহ ৬ রোহিঙ্গাকে আটক করে আমায় খবর দিলে তাদের আটক করে আমার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আসি। পরে কমলগঞ্জ থানা পুলিশ ও ইউএনও কে বিষয়টি অবগত করি। তিনি আরও বলেন, একজন রোহিঙ্গা মহিলা প্রায় ৭ মাসের অন্ত:সত্ত্বা। তাদের কাছে রোহিঙ্গা আইডি কার্ড পাওয়া যায়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, শিশু, নারী সহ ৬ রোহিঙ্গাকে স্থানীয়রা আটক করে আমাদের কাছে হস্তান্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতো তারা। ক্যাম্প থেকে হযরত শাজালাল (রঃ) মাজার জিয়ারতের উদ্দেশ্যে বের হয়েছে বলে পুলিশকে জানায়। এ বিষয়ে রোহিঙ্গাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পাঠকের মতামত

সৈকতে থেকে ২০ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের আনোয়ারায় ২০ রোহিঙ্গাকে আটক করেছেন স্থানীয়রা। বুধবার (১ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার পারকি ...

রামুতে দেশ বিরোধী চক্রান্ত প্রতিহত ও অশ্লীলতা নিষিদ্ধের দাবি

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে আভ্যন্তরীণ ও ভিনদেশি ষড়যন্ত্রের প্রতিবাদ, বিজয় উৎসবের নামে অশ্লীলতা-বেহায়াপনা বন্ধ এবং সাদপন্থী ...

কক্সবাজারে থার্টি ফার্স্টে পানশালা বন্ধ, থাকছে না উন্মুক্ত আয়োজন

থার্টিফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষের প্রথম প্রহরকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছে কক্সবাজার জেলা পুলিশ। ...

সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে – টেকনাফে স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্তের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্ত ও ...