প্রকাশিত: ২৬/০৭/২০২২ ১১:৪৪ এএম , আপডেট: ২৬/০৭/২০২২ ১২:০৫ পিএম

স্মারক নং: শেড/পুষ্টি/এইচ আর/২০২২/০৭/৫৬৫(০১) তারিখ: ২৬/০৭/২০২২ইং

‘‘শেড’’ জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থাটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে নারী, শিশু ও প্রতিবন্ধী মানুষের স্বাস্থ্য, পুষ্টি,ওয়াশ, খাদ্যনিরাপত্তা জোরদারকরণ,শিক্ষা, নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার বাস্তবায়ন, দূর্যোগ ব্যবস্থাপনা, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও মানব পাচার প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। কার্যক্রম বাস্তবায়নে শেড সরকারী ও বেসরকারী পর্যায়ের সকল প্রতিষ্ঠান ও ব্যক্তির সার্বিক সহযোগিতা পেয়ে আসছে। তারই ধারাবাহিকতায় জাতিসংঘের অঙ্গ সংস্থা UNICEF ও WFP   এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় বিভিন্ন ক্যাম্পে বাস্তবায়নাধীন ‘সমন্বিত পুষ্টিসেবা কার্যক্রম পরিচালনায় মাঠ পর্যায়ে/কর্মক্ষেত্রে সহযোগীতা প্রদান করার জন্য নিন্মোক্ত শর্ত সাপেক্ষে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ দেওয়া হচ্ছে:

পদের নাম : Community Nutrition
Volunteer-CNV (Male & Female)
কর্মএলাকা : ২ই, ০৭, ৮ই, ০৯, ১১, ১৭ এবং ১৮ নং ক্যাম্প।
শিক্ষাগত যোগ্যতা : ন্যুনতম এস.এস.সি/সমমান পাশ।
বয়স : নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত।
চুক্তির মেয়াদ : ৩১ শে ডিসেম্বর-২০২২ইং পর্যন্ত।
মাসিক সম্মানী : সর্বসাকূল্যে ১১,০০০/= (এগার হাজার টাকা মাত্র)

শর্তাবলি :
(০১) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। উখিয়া ও টেকনাফ উপজেলার স্থায়ীয় বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে।

(০২) অধ্যয়নরত কোন ছাত্র-ছাত্রী (এইচ.এস.সি অথবা স্নাতক অধ্যয়নরত),ধূমপায়ী,মাদকাসক্ত,নারী ও শিশু নির্যাতনের সাথে সম্পৃক্তদের আবেদন করার প্রয়োজন নেই।
(০৩) কোন ধরনের ব্যক্তিগত যোগাযোগ সংশ্লিষ্ট ব্যক্তির অযোগ্যতা বলে বিবেচিত হবে।

(০৪) প্রার্থীকে অবশ্যই লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহন করতে হবে। কেবল বাছাই পরীক্ষায় উর্ত্তীণ প্রাথীদের নিয়োগের জন্য সুপারিশ করা হবে।
(০৫) নির্বাচিত প্রার্থীদের ক্যাম্পের দূর্গম এলাকায় কাজ করার/কঠোর পরিশ্রম করার মন-মানসিকতা থাকতে হবে। যেকোন দূর্যোগকালীন সময়ে সার্বক্ষণিক মাঠ পর্যায়ে কাজ
করার সম্মতি প্রদান করতে হবে।

(০৬) কোনরুপ কারণ দর্শানো ব্যাতিরেকে ’শেড’’ কর্তৃপক্ষ উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন করতে পারবে।

(০৭) ক্যাম্পে ‘সমন্বিত পুষ্টিসেবা কার্যক্রম’ কর্মসূচিতে কর্মরত এমন অভিজ্ঞ প্রার্থীকে প্রাধান্য দেওয়া হবে।

(০৮) নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পিতা/মাতা বা আইনানুগ অভিভাবকের সম্মত্তি পত্র জমা দিতে হবে।

আবেদন শুরুর তারিখ : ২৫ জুলাই ২০২২ইং
আবেদনের শেষ তারিখ : ৩১ জুলাই ২০২২ইং

বরাবর
নির্বাহী পরিচালক
সোসাইটি ফর হেলথ্ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (শেড)।
প্রোগ্রাম অফিসঃ
ডাক্তার আব্দুর রহিম বিল্ডিং (২য় তলা), উপজেলা হেলথ্ কমপ্লেক্স এর পাশে, মেইন রোড, উখিয়া, কক্সবাজার-৪৭০০।

আবেদন পত্রের সাথে যা জমা দিতে হবে :

(০১) মোবাইল নম্বারসহ প্রার্থীর পূর্ন জীবন বৃত্তান্ত।
(০২) শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি।
(০৩) অভিজ্ঞতা সনদের ফটোকপি (যদি থাকে)।
(০৪) ইউনিয়ন পরিষদ কর্তৃক পদত্ত জাতীয়তা সনদের ফটোকপি।
(০৫) ভোটার আইডি কার্ড বা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি।
(০৬) সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ০২(দুই) কপি ছবি।

উল্লেখ্য
(০১) খামের উপর ‘‘পদের নাম (সিএনভি)’’ অবশ্যই উল্লেখ করতে হবে।
(০২) উল্লেখিত কাগজপত্র ছাড়া অসম্পূর্ন আবেদন পত্র সরাসরি বাতিল বলে গন্য হবে।
নিয়োগের ক্ষেত্রে ‘‘শেড’’ নারী ও প্রতিবন্ধী প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে থাকে।

www.shedbd.org

পাঠকের মতামত

প্ল্যান ইন্টারন্যাশনালে নিয়োগ বিজ্ঞপ্তি, আজই আবেদন করুন

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ ...

৪২ হাজারের বেশি টাকা বেতনে জাগো এনজিওতে চাকরি, সপ্তাহে ২ দিন ছুটি

জাগো ফাউন্ডেশন ট্রাস্ট সম্প্রতি ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ...