প্রকাশিত: ১১/০৩/২০২০ ৮:১২ পিএম

প্রাণঘাতী ব্যাধি করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে কাবা শরিফ সংলগ্ন মূল মাতাআফ পরিষ্কার-পরিচ্ছন্নতায় সশরীরে অংশ নিয়েছেন কাবা শরিফের প্রধান ইমাম শায়খ আব্দুর রহমান সুদাইসি।

পবিত্র দুই নগরী মক্কা ও মদিনাকে জীবাণুমুক্ত করতে নিজে উপস্থিত থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের নেতৃত্ব দিচ্ছেন তিনি। মঙ্গলবার (১০ মার্চ) মসজিদে হারাম ও মসজিদে নববির খাদেমদের উদ্বুদ্ধ করতে শায়খ সুদাইসি নিজ হাতে জীবাণুনাশক অত্যাধুনিক স্প্রে মেশিন নিয়ে হাজরে আসওয়াদ ও তৎসংলগ্ন অঞ্চলের পরিচ্ছন্নতায় অংশ নেন শায়খ সুদাইসি।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ ছবি ছড়ি পড়ে। মসজিদে হারাম ও মসজিদে নববির এ প্রধান ইমাম এ দিন রুকনে ইয়ামেনি, হাজরে আসওয়াদ কর্নার ও মাতাআফের বেশকিছু স্থানকে পরিষ্কার করতে দেখা যায়।

পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করে তিনি নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন-
‘কাবা শরিফে সমাগত মুসল্লিদের জন্য প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে এবং তাদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাবা শরিফের পরিচ্ছন্নতার কাজে খেদমত করতে পারা অনেক বড় সৌভাগ্যের।

এ কাজ করা হয় আল্লাহর ঘরে আগত অতিথিদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য। আল্লাহ তাআলা এ সবের মহা পুরস্কার দান করবেন বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, অত্যাধুনিক মেশিনের সাহায্যে চৌকস সেবক দল প্রতিদিন সাতবার কাবা শরিফ ও তিনবার মসজিদে হারাম ধোয়া মোছার কাজ করেন। ২৪ ঘণ্টাজুড়ে প্রায় ৩৩০ জন খাদেম কাবা শরিফ ও মসজিদে হারামের পরিচ্ছন্নতায় নিরলস পরিশ্রম করছেন।

পাঠকের মতামত

মিয়ানমারে এক সপ্তাহে তিন রাজ্যে জান্তা বাহিনীর বোমাবর্ষণ

মিয়ানমারের জান্তা বাহিনী বৃহস্পতিবার রাখাইন রাজ্যের পাউকতাউ টাউনশিপে বিমান হামলা চালিয়ে কয়েকজন বেসামরিক নাগরিককে হত্যা ...

মালয়েশিয়ায় জাকির নায়েকের প্রকাশ্যে বক্তব্য দেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার

ভারতীয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মালয়েশিয়া। ...

মিয়ানমার জান্তা প্রধান ও সু চিসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রোহিঙ্গা গণহত্যায় জড়িত থাকার অভিযোগে মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান কমান্ডার সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং, ...