সোয়েব সাঈদ, রামু::
কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, শিক্ষার প্রসার, সমাজসেবা, সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়া, জনপ্রতিনিধি ও সফল কূটনীতিক ছিলেন মরহুম আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরী। এমন বহুমুখি প্রতিভার অধিকারী ব্যক্তিই সমাজের সর্বস্তুরের মানুষের ভালোবাসা পেয়ে থাকেন। তিনি মৃত্যুর পরও বর্ণাঢ্য কর্মময় জীবনের জন্য মানুষের কাছে অমর হয়ে আছেন। থাকবেন আজীবন।
কক্সবাজারের অন্যতম সমাজসেবক, সাবেক রাষ্ট্রদূত, সাংসদ ও রামুর ঐতিহ্যবাহি খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও প্রাক্তন ছাত্র মরহুম আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় সাংসদ কমল এসব কথা বলেন।
রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় বক্তারা বলেছেন, মরহুম আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরী আদর্শবান রাজনীতিক ছিলেন। তিনি রাজনীতির পাশাপাশি সমাজে শিক্ষার প্রসার, অবহেলিত জনপদের উন্নয়ন, হতদরিদ্র ও দূর্গত মানুষের কল্যাণে নিরলসভাবে ভূমিকা রেখেছেন। জেলার শ্রেষ্ঠ সমাজসেবক, বরণ্যে এ ব্যক্তিকে কক্সবাজারবাসী আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করে যাবে।
আজ শনিবার (২৭ আগষ্ট) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুল ইসলাম। সিনিয়র শিক্ষক আবুল কালামের সঞ্চালনায় সভায় মরহুম আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরীর কর্মময় জীবনী নিয়ে আলোচনা করেন, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মাস্টার ফরিদ আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তপন মল্লিক, সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, সিনিয়র শিক্ষক নাজনীন আকতার মেরী, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন প্রমূখ। এতে মরহুম আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, সিনিয়র শিক্ষক মৌলানা আবদুর রশিদ।
স্মরণ সভায় জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, আওয়ামীলীগ নেতা নুরুল হক, সাংসদ কমলের ব্যক্তিগত সহকারি আবু বক্কর, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মৌলানা বখতেয়ার আহমদ, সৈয়দ আহমদ, নুর আহমদ, নুরুল হোছাইন, মার্টিন এ, অর্পিতা চৌধুরী, সহকারি শিক্ষক ছৈয়দুল আলম, আবদুর রশিদ, এনামুল হক, নাজনীন আকতার, নাসরিন নুর, আরিফ রাসেল, সাইফুল ইসলাম, সিপন বড়–য়া, সারদা রুদ্র, রুপন রুদ্র, জসিম উদ্দিন, তাবাসসুম হোসনা, আমেনা আকতার, মিলি রানী আচার্য্য, সুধা বড়–য়া, এম এ রহিম, কারিগরি শাখার শিক্ষক সাহেদ সালাহ উদ্দিন, অরুন দে, নিজাম উদ্দিন, ইমরুল কায়েস, রুপম কুমার দাশ প্রমূখ উপস্থিত ছিলেন।
এরআগে সকালে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে একটি শোক র্যালী চৌমুহনী ষ্টেশন প্রদক্ষিন করে। র্যালী সহকারে শিক্ষক-শিক্ষার্থীরা মন্ডলপাড়াস্থ মরহুম আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরীর কবরে পুস্পস্তবক অর্পণ এবং মরহুমের রুহের মাগফেরাত কামনায় কবর জেয়ারত করেন।
পাঠকের মতামত