বাংলাদেশে কর্মী নিয়োগ দেবে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। সংস্থাটি কক্সবাজারে জেন্ডার জাস্টিস অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন থিমেটিক প্রজেক্টে প্রোগ্রাম কো–অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।
পদের নাম: প্রোগ্রাম কো-অর্ডিনেটর, পদসংখ্যা: ১টি
যোগ্যতা: সমাজবিজ্ঞান, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, হিউম্যানিটারিয়ান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জেন্ডার জাস্টিস ইস্যু সম্পর্কে বিস্তর জানাশোনা থাকতে হবে। ফিন্যান্সিয়াল ও রিস্ক ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। কৌশলগত চিন্তা ও অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীলসহ যোগাযোগে দক্ষ হতে হবে।
অভিজ্ঞতা: ইমারজেন্সি অ্যান্ড ডেভেলপমেন্টে পাঁচ বছরের বেশি সময় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক, কর্মস্থল: কক্সবাজার, কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
বেতন ও সুযোগ–সুবিধা: বছরে বেতন ১৮,৩০,২০৯ টাকা। এ ছাড়া কর্মীর স্বামী/স্ত্রী ও সন্তানের জন্য মেডিকেল সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ছুটি ও বিমার সুযোগ আছে।
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অক্সফামের ক্যারিয়ার-বিষয়ক ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply For This Role-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৮ অক্টোবর ২০২৩।