প্রকাশিত: ২৭/০৮/২০১৬ ১০:২১ পিএম

balনিউজ ডেস্ক::

বগুড়ার শাজাহানপুরে বাল্যবিয়ে রেজিস্ট্রি করার দায়ে কাজী নুরুল ইসলাম ওরফে বাচ্চু কাজীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বরসহ স্বজনদের জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। এ সময় বর ও বরের বাবা এবং মেয়ের বাবা ও মেয়ের মামাকে এক হাজার টাকা করে জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার রুহুল আমিন জানান, উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা নিশানচড়া গ্রামের নূর আলমের অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে রহিমাবাদ বি-ব্লক এলাকার আকবর আলীর ছেলে কামরুল ইসলামের (৩৫) বিয়ে ঠিক হয়। গত ১৯ আগস্ট গোপনে বিয়ে রেজিস্ট্রি করা হয়। আড়িয়া ইউনিয়নের কাজী নুরুল ইসলাম ওরফে বাচ্চু কাজী এই বাল্যবিয়ে রেজিস্ট্রির কাজ করেন। শনিবার বিয়ে ও খাওয়া-দাওয়ার অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম বাল্যবিয়ের খবর পেয়ে প্রথমে সাদা পোশাকে পুলিশ পাঠিয়ে বিষয়টি নিশ্চিত হন। পরে তিনি ঘটনাস্থলে আসেন।

এ সময় অনুষ্ঠানে আসা বর কামরুল ইসলাম, বরের বাবা আকবর আলী এবং মেয়ের বাবা নুর আলম, ও মেয়ের মামা আব্দুল মমিন প্রামাণিককে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে রেজিস্ট্রির অভিযোগে আড়িয়া ইউনিয়নের বিবাহ রেজিস্ট্রার নুরুল ইসলাম বাচ্চু কাজীকে আটক করা হয়। পরে তার কাছে থেকে বিবাহ রেজিস্ট্রারের বইটি জব্দ করা হয়।

পাঠকের মতামত

টিউলিপকে ক্ষমা চাইতে বললেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্রিটেনের দুর্নীতিবিরোধী ...

আমাদের সময়ের প্রতিবেদন আগে স্থানীয় নির্বাচনের বিপক্ষে অধিকাংশ দল

স্থানীয় সরকার সংস্কার কমিশনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে আলোচনা ওঠায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র ...

৭ বছর পর দেখা হচ্ছে মা-ছেলের

উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন ও ...

সৌদির আরামকো তিনবার এসেছিল, প্রধানমন্ত্রীর কার্যালয় তাদের বাধা দেয়: রাষ্ট্রদূত

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো, বাংলাদেশে বিপুল অর্থ বিনিয়োগের চেষ্টায় বারবার উদ্যোগী হলেও ...