প্রকাশিত: ২৭/০৮/২০১৬ ১০:২১ পিএম

balনিউজ ডেস্ক::

বগুড়ার শাজাহানপুরে বাল্যবিয়ে রেজিস্ট্রি করার দায়ে কাজী নুরুল ইসলাম ওরফে বাচ্চু কাজীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বরসহ স্বজনদের জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। এ সময় বর ও বরের বাবা এবং মেয়ের বাবা ও মেয়ের মামাকে এক হাজার টাকা করে জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার রুহুল আমিন জানান, উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা নিশানচড়া গ্রামের নূর আলমের অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে রহিমাবাদ বি-ব্লক এলাকার আকবর আলীর ছেলে কামরুল ইসলামের (৩৫) বিয়ে ঠিক হয়। গত ১৯ আগস্ট গোপনে বিয়ে রেজিস্ট্রি করা হয়। আড়িয়া ইউনিয়নের কাজী নুরুল ইসলাম ওরফে বাচ্চু কাজী এই বাল্যবিয়ে রেজিস্ট্রির কাজ করেন। শনিবার বিয়ে ও খাওয়া-দাওয়ার অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম বাল্যবিয়ের খবর পেয়ে প্রথমে সাদা পোশাকে পুলিশ পাঠিয়ে বিষয়টি নিশ্চিত হন। পরে তিনি ঘটনাস্থলে আসেন।

এ সময় অনুষ্ঠানে আসা বর কামরুল ইসলাম, বরের বাবা আকবর আলী এবং মেয়ের বাবা নুর আলম, ও মেয়ের মামা আব্দুল মমিন প্রামাণিককে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে রেজিস্ট্রির অভিযোগে আড়িয়া ইউনিয়নের বিবাহ রেজিস্ট্রার নুরুল ইসলাম বাচ্চু কাজীকে আটক করা হয়। পরে তার কাছে থেকে বিবাহ রেজিস্ট্রারের বইটি জব্দ করা হয়।

পাঠকের মতামত

আমাদের নিয়ত সহিহ, গুরুত্বপূর্ণ সংস্কার হলেই নির্বাচন: সিইসি

অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন নতুন নির্বাচন কমিশনার ...

নির্বাচন কমিশন গঠন, নতুন সিইসি কক্সবাজারের সন্তান সাবেক সচিব নাসির উদ্দীন

কক্সবাজারের কুতুবদিয়ার সন্তান অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ ...