উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/১১/২০২২ ৫:০৬ পিএম

স্বাগতিক কাতার ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচ দিয়ে ২০ নভেম্বর পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। এবারের বিশ্বকাপ উপভোগ করতে মধ্যপ্রাচ্যের ছোট এ দেশটিতে আসবেন প্রায় ১৫ লাখ বিদেশি অতিথি। এসব অতিথিদের একটি অংশকে সেবা দিতে বিশেষ প্রস্তুতি নিয়েছেন কাতারে বসবাসরত বাংলাদেশি ট্যাক্সিচালকরা। কারণ তাদের গাড়িতে করেই চড়বেন অনেকে। খবর আরব নিউজের।

বিশ্বকাপে আসা বিদেশিদের সেবায় সবমিলিয়ে নিয়োজিত থাকবেন ৮ হাজার ট্যাক্সিচালক। এদের মধ্যে বড় একটি অংশ বাংলাদেশি। অতিথিদের সেবায় নিয়োজিত বাংলাদেশিরা যেন তাদের সর্বোচ্চটা দিতে পারেন সেটি নিশ্চিতে কাতারের রাজধানী দোহায় বাংলাদেশি ট্যাক্সিচালকদের ভাষা ও সংস্কৃতির ওপর বিশেষ প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। তিন সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন এবং আচার-আচরণ সম্পর্কে শিক্ষা দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে কাতারে বাংলাদেশ দূতাবাসের চার্জ ডি-অ্যাফেয়ার্স মুস্তাফিজুর রহমান মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব নিউজকে বলেছেন, ‘যদি আমাদের চালকরা পর্যটকদের ভালো সেবা দিতে পারে, এটি বাংলাদেশের ইতিবাচক দিকটি প্রচারে সহায়ক হবে।’

কাতারে অবস্থানরত এসব ট্যাক্সিচালককে প্রশিক্ষণ দিয়েছেন বাংলাদেশি শিক্ষকরা। সব মিলিয়ে প্রশিক্ষণে অংশ নেন ৪২০ জন। ১৫টি পরিবহন কোম্পানি থেকে তাদের পাঠানো হয়েছিল।

প্রশিক্ষণে অংশ নেওয়াদের মধ্যে একজন হলেন আব্দুল মোতালেব। তিনি কাতারে এক যুগেরও বেশি সময় ধরে আছেন। প্রশিক্ষণ শেষে তিনি বলেছেন, ‘যোগাযোগের ক্ষেত্রে আমাদের কিছু দুর্বলতা আছে। পর্যটকদের অভিবাদন জানাতে ও কাতার সম্পর্কে সাধারণ কিছু তথ্য দিতে আমরা প্রশিক্ষণ পেয়েছি।’

সাইদুল ইসলাম নামে আরেকজন জানিয়েছেন, আগে বিদেশি পর্যটকদের সঙ্গে কথা বলার সময় তার জড়তা কাজ করত। কিন্তু প্রশিক্ষণ শেষে এটি সহজ হয়ে গেছে। তিনি বলেন, ‘প্রশিক্ষণের আগে আমি যাত্রীদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে ভয় পেতাম। প্রশিক্ষণ শেষে এটি সহজ হয়ে গেছে।’

সূত্র: আরব নিউজ

পাঠকের মতামত

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার ...

ঝিমিয়ে পড়েছে কক্সবাজারের ক্রীড়াঙ্গন

কক্সবাজার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামজুড়ে সুনশান নিরবতা। গ্যালারিতে নেই দর্শকদের উচ্ছ্বাস। চেয়ারগুলোতে জমেছে ধুলাবালি। সবুজের ...

রোহিঙ্গা ইস্যুতে সবসময় উদারতা দেখিয়েছে বাংলাদেশ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সবসময় রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত বিফ্রিংয়ে এ মন্তব্য করেছেন মুখপাত্র ...