মুসলিমদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা মসজিদুল হারাম, সৌদি আরবের মক্কায় অবস্থিত এ মসজিদটি কাবা শরীফ নামে অধিক পরিচিত। কাবার এ মসজিদুল হারামে সম্প্রতি এক বিরল ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) কাবায় রেকর্ড সংখ্যক ওমরাহযাত্রী একসঙ্গে প্রবেশ করেছেন। যার সংখ্যা রেকর্ড ৫ লাখ। কাবায় একদিনে এতসংখ্যক ওমরাহযাত্রীর প্রবেশের ঘটনা এই প্রথম।
কাবা ও মসজিদে নববি রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ দ্য জেনারেল প্রেসিডেন্সি ফর অ্যাফেয়ার্স অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড প্রোফেট’স মস্ক শুক্রবার (৭ মার্চ) এক বিবৃতিতে দেয়া এ তথ্যের বরাতে গালফ নিউজ এ খবর জানিয়েছে।
ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, ওমরাহ ও হজযাত্রীদের এই বিশাল জমায়েত সামলাতে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দ্য জেনারেল প্রেসিডেন্সি। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে স্টেট অব দ্য আর্ট মনিটরিং ব্যবস্থার ব্যবহার। এই ব্যবস্থায় রাডার সেন্সরের মাধ্যমে কাবায় প্রবেশ করা মুসল্লিদের রেকর্ড রাখা হয়। এছাড়া মুসল্লিদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য কাবা চত্বরের বিভিন্ন স্থানে স্মার্ট ক্যামেরাও লাগানো হয়েছে।
সেন্সর ও এআই চালিত এই যৌথ নজরদারি ব্যবস্থা হজ ও ওমরাহযাত্রীদের ভিড় ব্যবস্থাপনার কাজটি সহজ করেছে কর্তৃপক্ষের জন্য। বিশেষ করে মাতাফ (কাবার চারপাশের এলাকা) এবং মাসা (সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যবর্তী এলাকা) এলাকায় যাত্রীদের ভিড় ব্যবস্থাপনায় এই যৌথ নজরদারি ব্যবস্থা বেশ কার্যকর ভূমিকা রাখছে।
এছাড়াও কাবা এলাকায় নিয়মিত নিরাপত্তা টহল হয়। ওমরাহযাত্রীদের সংখ্যা বেশি থাকার কারণে রোজার সময় টহলের হার বাড়ানো হয়