অনলাইন ডেস্ক
অমর একুশে গ্রন্থমেলা-২০১৮ তে প্রকাশিত হয়েছে কবি কামরুজ্জামান কামুর নতুন কবিতার বই 'আমি রোহিঙ্গা'। 'বাতিঘর' প্রকাশনী থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন শাহীনুর রহমান।
কামরুজ্জামান কামু কবিতা প্রসঙ্গে বইটির ফ্ল্যাপে উল্লেখ করা হয়েছে, একই অঙ্গে সমকালীন ও চিরকালীন অভিব্যক্তি ধারণ-প্রয়াসী কবি কামরুজ্জামান কামু। হাজার বছরের বাংলা কবিতার মিলিত সুর ধ্বনি যেমন শুনতে পাওয়া যায় তার কবিতায়, তেমনি পাঠক সন্ধান পান এক নতুন জাদুকরী দুনিয়ার। একদিকে সমসাময়িক সমাজের মানবিক বিপর্যয়ে তার কবিসত্তা হু হু করে কেঁদে ওঠে, অন্যদিকে অন্তর্লীন বেদনার পরতে পরতে প্রায়শই মেতে ওঠে ব্যঙ্গ-বিদ্রুপ আর রঙ্গ-রসিকতায়। সহজ হয়েও সহজ নয়, কামুর কবিতা যেন দিকচিহ্নহীন মুছে দেওয়া কোনো ছল-চাতুরীর হাটবাজার।
'আমি রোহিঙ্গা'র দাম রাখা হয়েছে ১৫০ টাকা। বইটি মেলায় 'বাতিঘর'-এর স্টল থেকে ২৫% ও রকমারি থেকে ২৭% ছাড়ে বইটি কেনা যাবে।