প্রকাশিত: ০২/০৮/২০১৬ ৭:০৪ পিএম

ডেস্ক রিপোর্ট ::

কারাগারে বন্দিদের উৎপাদনশীল কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য বন্দিদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা জোরদার করার নির্দেশনাও দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

একনেক সভা শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এসব তথ্য জানান।
এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, কারাবন্দিদের উৎপাদনশীল কাজে প্রশিক্ষণ দিতে হবে। জেলখানা থেকে বের হয়ে তারা যেন কিছু করতে পারে। এ ছাড়া জেলখানায় তারা যেসব জিনিস তৈরি করবে তা বিক্রি করে যে টাকা পাওয়া যাবে, সেই টাকা তারা যেন পায় সেটি নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী জেল কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী।
এম এ মান্নান আরো বলেন, বিটুমিনের (পিচঢালা পথ) পরিবর্তে কংক্রিটের রাস্তা নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, স্লাবভিত্তিক কংক্রিটের রাস্তা তৈরি করতে হবে। বিটুমিনের রাস্তা তৈরি করলে সামান্য বৃষ্টিতেই নষ্ট হয়ে যায়। এতে জনগণের ভোগান্তি ও রাস্তা পুনর্নির্মাণে ব্যয় বাড়ে।

পাঠকের মতামত

সোশ্যাল ইসলামী ব্যাংকের দেড় কোটি টাকার কক্সবাজারে সম্মেলন পরিকল্পনা নাকচ কেন্দ্রীয় ব্যাংকের

টিবিএস:: চরম তারল্য সংকট সত্ত্বেও প্রায় দেড় কোটি টাকা খরচ করে কক্সবাজার সমুদ্র সৈকতে অ্যানুয়াল ...

সভাপতি- রশিদ আহমদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষনার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে ...