আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮/০৭/২০২৩ ৭:৪১ এএম

কারাগার থেকে বাড়িতে পাঠানো হয়েছে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চিকে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর গ্রেফতার করা হয় অং সান সু চিকে। একাধিক মামলায় ৭৮ বছর বয়সী সু চির ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

কারাসূত্র জানিয়েছে, কারাগার থেকে সোমবার সু চিকে রাজধানী নেপিদুর একটি সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে।KSRM

কারাগার থেকে সু চির স্থানান্তরের বিষয়ে সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। তবে গৃহবন্দী করার বিষয়টি সামরিক কর্তৃপক্ষের একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে।

সু চি অসুস্থ বলে গুজব ছিল। তবে সামরিক বাহিনী এসব অস্বীকার করেছে। চলতি সপ্তাহের শুরুর দিকে কারাসূত্র জানিয়েছিল, সু চি সুস্থ আছেন।

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী চলতি মাসে কারাগারে সু চিকে দেখতে গিয়েছিলেন। তবে তিনি আর বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেননি।

সূত্র: বিবিসি

পাঠকের মতামত

মিয়ানমারে এক সপ্তাহে তিন রাজ্যে জান্তা বাহিনীর বোমাবর্ষণ

মিয়ানমারের জান্তা বাহিনী বৃহস্পতিবার রাখাইন রাজ্যের পাউকতাউ টাউনশিপে বিমান হামলা চালিয়ে কয়েকজন বেসামরিক নাগরিককে হত্যা ...

মালয়েশিয়ায় জাকির নায়েকের প্রকাশ্যে বক্তব্য দেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার

ভারতীয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মালয়েশিয়া। ...