ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/১১/২০২৪ ৯:৩২ এএম

কক্সবাজারের উখিয়া কুতুপালং বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বেশ কিছু নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

অবৈধ উপায়ে পলিথিন রাখার দায়ে ৫ হাজার টাকা করে দুই ব্যবসায়ীকে ১০ হাজার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ভোক্তাধিকার আইনে কুতুপালং বাজারের লম্বাশিয়া রোডের আল মদিনা হোটেল এন্ড বিরানী হাউস’কে ২০ হাজার সহ মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার (৪ নভেম্বর) বিকালে কুতুপালং বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ।

তিনি জানান, জেলা প্রশাসনের নির্দেশনামতে, পলিথিনের দোকানগুলোতে অভিযান চালানো হয়। এসময় ২টি দোকানের মালিককে অবৈধ পলিথিন রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে এক দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বাজার কমিটির সাধারণ সম্পাদক সহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত