মুহাম্মদ গিয়াস উদ্দিন, কুতুবদিয়া থেকে :
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরং ইউনিয়নের আকবর বলী জেটি ঘাটস্থ ‘কুতুবদিয়া চ্যানেলে’ যাত্রীবাহী একটি লঞ্চ ডুবে গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। লঞ্চ ডুবির ঘটনায় মোঃ সাকিব (১৩) নামে এক যাত্রী নিখোঁজের খবর পাওয়া গেছে। সে উত্তর ধুরুং গ্রামের রমিজ আহমদের পুত্র।
উপজেলার উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা আ.স.ম শাহরিয়ার চৌধুরী জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৭টায় চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার ঘাট থেকে মোঃ কালু কোম্পানীর এম এল উপহার লঞ্চটি কুতুবদিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। লঞ্চে ৬০ জন যাত্রী ও দেড় কোটি টাকার মালামাল ছিল। লঞ্চটি সাড়ে ১০ টার দিকে আকবর বলী ঘাটে যাত্রী নামিয়ে দিয়ে দরবার ঘাটে যাওয়ার সময় প্রবল স্রোতের তোড়ে উল্টে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা শুরু করে। মোঃ সাকিব (১৩) এক যাত্রী ছাড়া বাকিদের উদ্ধার করে স্থানীয়রা। এদিকে খবর পেয়ে কুতুবদিয়ার ইউএনও তানভীর গাজী, ওসি ও প্রশাসনের কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করছেন।
চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানিহাট-বান্দরবান মহাসড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে ...
পাঠকের মতামত