রাজধানীর হাজারীবাগ বউবাজার এলাকায় মেট্রো এক্সপ্রেস ট্রান্সপোর্ট নামের একটি কুরিয়ার সার্ভিস ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও দুইজন। তাদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের তরুণের নাম ইলিয়াস (২০)। দগ্ধ দুইজন হলেন, আলিম (৪০) ও দীপক (২৫)। ধারণা করা হচ্ছে, হতাহতরা ডিপোটিতে মালামাল নামানোর শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, চিকিৎসাধীন দগ্ধ দুইজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের শরীরের ৫০% পর্যন্ত দগ্ধ হয়েছে।
ADVERTISEMENT
dt-ad
জানা গেছে, রাতে ডিপোটিতে কুরিয়ারের মালামাল লোড-আনলোডের সময় এ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার গণমাধ্যমকে এ তথ্য জানান। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো কেমিক্যাল থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
পাঠকের মতামত