র্যাবের অভিযানে বান্দরবানে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি–চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বমের অন্যতম সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। কেএনএফ সদস্যের নাম লাল বেসাই লুসাই (৪২)। সে বান্দরবান সদরের সুয়ালক ইউপির ৬ নম্বর ওয়ার্ড বেথানী পাড়া এলাকার বিয়াত লিয়ান লুসাইয়ের ছেলে।
গতকাল রোববার র্যাব–১৫ ল’ এন্ড মিডিয়া উইন অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। র্যাব জানায়, গত শনিবার বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বেথানী পাড়া এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব। এসময় রুমায় সোনালী ব্যাংক শাখায় ডাকাতি, পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র–গুলি লুট, ব্যাংক ম্যানেজার অপহরণ মামলার অন্যতম আসামি এবং কেএনএফ প্রধান নাথান বমের অন্যতম সহযোগী লাল বেসাই লুসাইকে গ্রেপ্তার করে র্যাব। এছাড়া লাল বেসাই লুসাই বান্দরবান জেলায় হত্যা, লুটপাট, মুক্তিপণ দাবিসহ একাধিক সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত রয়েছে