নিউজ ডেস্ক::
ছাত্রলীগের বিবাহিত নেতাদের পদ ছেড়ে দিতে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে বিবাহিত নেতারা পদত্যাগ না করলে অভিযুক্তদের বিরুদ্ধে তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্ত মতে বিবাহিত হওয়ায় পদত্যাগ না করলে শনিবার থেকে পদ হারতে হবে কক্সবাজারের একাধিক ছাত্রলীগ নেতাদের। কেন্দ্রের নির্দেশ মেনে ইতিমধ্যে সারা দেশের মত কক্সবাজারেও পদত্যাগ করতে শুরু করেছে জেলা ছাত্রলীগের ওয়ার্ড থেকে শুরু করে অনেক ইউনিয়ন পর্যাযের অনেক ছাত্রলীগ নেতা ।
কক্সবাজারে বিবাহিতদের তালিকার মধ্যে যাদের নাম জানা গেছে ,জেলা ছাত্রলীগের সহ সভাপতি রবিউল এহাসান, জেলা কমিটির সহ সভাপতি আবেদ আনজুম, যুগ্ন সাধারণ সম্পাদক রুবায়েছুর রহমান , গ্রন্হনা ও প্রকাশনা সম্পাদক তৌসিফ রহমান জিতু, মানব সম্পাদক মফিজুর রহমান ও জেলা ছাত্রলীগের সদস্য ফয়সাল আবদুল্লাহ , উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ নোমান ।
এদিকে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোর্শেদ হোসাইন তানিম জানিয়েছেন , কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মেনে পদধারি বিবাহিত ছাত্র নেতাদের পদত্যাগ করতে হবে । ২৭ ঘন্টার (শনিবারের) ভেতর পদত্যাগ না করলে তাদের পদ শূন্য হয়ে যাবে। সুত্র কক্সবাজার মেসেজ