উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/১১/২০২২ ৭:২৭ এএম

কেয়ামতের দিন নবিজির সবচেয়ে কাছাকাছি হবেন কে?
জুমার দিনের একটি আমল। সুস্পষ্ট দিকনির্দেশনা মতে জুমার দিন বিকেল বেলার একটি আমলেই মিলবে কেয়ামতের দিন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সবচেয়ে কাছাকাছি হওয়ার সুযোগ। ছোট ও সহজ এ আমলটি কী?

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমার ওপর জুমার দিন বেশি বেশি দুরুদ পাঠ করো। কারণ আমার উম্মতের দুরুদ জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। যে ব্যক্তি আমার ওপর সবচেয়ে বেশি দুরুদ পাঠাবে সে কেয়ামতের দিন সবচেয়ে আমার কাছাকাছি হবে।’ (আত-তারগিব ১৬৭৩)

কেয়ামতের দিন এ মর্যাদা পেতে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর ছোট এ দরুদটি পড়া যেতে পারে-

صَلَّ اللهُ عَلَى النَّبِىِّ الْاُمِّىِّ وَ عَلَى اَلِهِ وَ سَلِّم

উচ্চারণ : সাল্লাল্লাহু আলান্নাবিয়্যি উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম।

মুমিন মুসলমানের উচিত, জুমার দিন সন্ধ্যার আগ পর্যন্ত বেশি বেশি নবিজির প্রতি দুরুদ পড়ার পাশাপাশি ক্ষমা প্রার্থনা করা। নবিজির সবচেয়ে বেশি কাছাকাছি থাকার মর্যাদা অর্জন করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের এ মর্যাদা পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

পাঠকের মতামত

তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ

ইসলামী ঐতিহ্যের স্মৃতি বিজড়িত তুরস্কে অনুষ্ঠিত ৯ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ, ...