১৫ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ই আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
শনিবার (২৭ আগস্ট) বিকেলে কোট বাজার স্টেশনে রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আছহাব উদ্দিন মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক সাংসদ আব্দুর রহমান বদি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুরুল হুদা৷
এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, ১৫ আগস্ট ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। আগস্টে ১৬ জনকে হত্যা করে ক্ষান্ত হননি একুশে আগস্ট গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে।
শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় আওয়ামী লীগ নেতা রাসেল চৌধুরী, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন মেম্বার, হেলাল মেম্বার, মুফিজ মিয়া সহ উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভাশেষে গণভোজের আয়োজন করা হয়৷