হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১২/০৩/২০২৫ ৯:১১ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, স্বাধীনতার ৫৩ বছর ধরে মানুষের গড়া আদর্শের বিভিন্ন দলের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে। দেশের মানুষকে তারা শান্তি দিতে পারে নাই। ফাইনাল কথা হচ্ছে কোরআন ছাড়া অন্য কোন শাসন দিয়ে মানবতার শান্তি, মুক্তি সম্ভব হতে পারে না। এই কোরআনকে প্রতিষ্ঠা করবার জন্যই আল্লাহর রাসুল দুনিয়াতে এসেছিলেন। আল্লাহর কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে যার যার অবস্থান থেকে ভূমিকা পালন করি। এটি আমাদের ঈমানি দায়িত্ব। দেশকে সকলের জন্য কল্যাণকর, রাষ্ট্রে পরিণত করতে হবে। বাংলাদেশকে আর কোন দুর্নীতিবাজ ফ্যাসিস্টের হাতে তুলে দেয়া যাবে না। বুধবার (১২ মার্চ) কোটবাজারের উত্তরে একটি কমিউনিটি সেন্টারে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে উখিয়া উপজেলা জামায়াত আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান এ কথা বলেন। জামায়াত কোরআন-সুন্নাহর ভিত্তিতে দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে দুর্নীতি- দুঃশাসনমুক্ত করার লক্ষ্যে প্রাণবন্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন জামায়াতের সহকারী সেক্রেটারি কক্সবাজারের উখিয়ার কৃতিসন্তান মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, দেশে এমন লোকের শাসন প্রতিষ্ঠিত হতে হবে, যাঁরা আল্লাহকে ভয় পান। সে বৈশিষ্টের লোক তৈরির জন্যই আল্লাহ আমাদের রমজানের মতো নিয়ামত দান করেছেন। তাই দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তির জন্য আমাদের সবাইকে ইসলামের ছায়াতলেই ঐক্যবদ্ধ হতে হবে। আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে ও থানা সক্রেটারি সোলতান আহমেদ ও আব্দুর রহিমের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও কক্সবাজার জেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহজালাল চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব সোলতান মাহমুদ চৌধুরী, কক্সবাজার জেলা জামায়াতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নুরুল হোছাইন ছিদ্দিকী, ইসলামী আন্দোলনের উখিয়া উপজেলা সেক্রেটারি জাহাঙ্গির কবির, টেকনাফ উপজেলা জামায়াতের আমীর রফিক উল্লাহ, রাজাপালং ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এ, কে, এম আবুল হাসান আলী, মাওলানা রিদুয়ানুল কাদির প্রমুখ। ইফতার মাহফিলে বিএনপিসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ওলামা মাশায়েখ, বিশিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে ১ হাজার শিক্ষাকেন্দ্র বন্ধ

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলোতে তহবিলসংকটের মুখে পড়েছে শিক্ষা কার্যক্রম–সংশ্লিষ্ট একাধিক বেসরকারি সংস্থা (এনজিও)। ইতিমধ্যে এক হাজারের ...

রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত ...