প্রকাশিত: ২৫/০৭/২০১৬ ৯:৪৩ পিএম

Coral Reef Pic [Max Width 640 Max Height 480]সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার শহরের বাজারঘাটাস্থ অভিজাত মার্কেট ‘কোরাল রীফ প্লাজা ঈদ উৎসব’র র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ জুলাই) বিকালে মার্কেট প্রাঙ্গনে সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান।

তিনি বলেন, ঈদের কেনাকাটায় ক্রেতাদের মাঝে উৎসব তৈরী করতে ব্যবসায়ীদের এসব উদ্যোগ প্রশংসার দাবীদার। র‌্যাফেল ড্র’র মাধ্যমে ব্যবসার যেমন প্রসার ঘটে ঠিক তেমনি ক্রেতা-বিক্রেতার মাঝে সুন্দর সম্পর্কও তৈরী হয়। ব্যতিক্রমী এ আয়োজনের জন্য কোরাল রীফ প্লাজা ব্যবসায়ীদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পৌর কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, কক্সবাজার পৌরসভার সচিব মোঃ শামছুদ্দিন, নাবিল মর্টস এর পরিচালক বোরহান উদ্দিন।

কোরাল রীফ প্লাজা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সরওয়ার রোমনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াজেদ। সমিতির অর্থ সম্পাদক মিজানুর রহমান সৌরভের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন- সদস্য ইসকান্দর পারভেজ আরমান, মঈন উদ্দিন, মু. শাহজাহান, মু. মোজাম্মেল হক, মনির হোসেন, এনাম মো. টুটুল, লিটন মুছাদ্দিক প্রমুখ।

উল্লেখ্য, গত ঈদ উল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও কোরাল রীফ প্লাজা ব্যবসায়ীরা এ আয়োজন করে। এবার ১ম পুরস্কার (নং-৫৭৮৮) মোটর সাইকেল, ২য় পুরস্কার (নং-৬৯৭৯) ফ্রিজ, ৩য় পুরস্কার (নং-২০৩৫৬) টিভিসহ মোট ৭১টি পুরস্কার দেয়া হয়।

বাকী বিজয়ী কুপন নং হলো- ৬৬১২৪, ১৫৬২৪, ৬৬৯৭৯, ২০৯০৯, ৬৮৩৭২, ৮৫০২, ৪৭০১, ২৪১৫৯, ২৭৩৭০, ১৯৮২৬, ২২২০০, ১০৩৬৯, ১৬৪৬৬, ৩৬৯৯১, ২২৩৬৪, ৭১০০০, ৬৮৩১৩, ২৮৫৬৩, ২৭২৫৭, ৩৬৭৫৩, ১৯৮৭২, ১৮৪৫৮, ২৬৫৬৪, ১২২১১, ৩১৫৬২, ১২০৮৪, ৬২২৫, ২৭৯৫৭, ৩৭৬৭৪, ২৭৬২২, ২১৬৬৩, ৩২৩১৯, ৩৯৪২, ৬৯৪৯৪, ২৯৯৪৬, ২০৩১৩, ২২৪৭৮, ১৮৬৬৪, ১৮৮৬৬৪, ৭০৩৬, ১৬৬৮৭, ২৭০১০, ১৩১৪৫, ৮৩৫৯, ৫১২৯, ১৬৩৮১, ৩৬৩১২, ৬৬০৩৩, ৬৭২৫২, ১০১৪০, ২৯৩৩৭, ৩৬৬৬৭, ৩৩৬৭১, ১৩০৫১, ২৬৩৮২, ৩৭০৫৯, ২৬৭৯০, ১২৫৫৪, ৭৪৭, ২৮৩১১, ২৯৩২১, ২৫৩৩৬, ৩৯৭০৪, ২২৬৫৫, ২৪২৬৯, ২২৬৫৫, ১৯৩৫০, ২৮৬৪৫।

পাঠকের মতামত

কক্সবাজারে নিহত লে. তানজিমের বাবা-মায়ের হাতে ফ্ল্যাটের চাবি হস্তান্তর

নিহত লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের বাবা-মায়ের কাছে পূর্বাচলে অবস্থিত জলসিড়ি আবাসনের একটি ফ্ল্যাটের চাবি হস্তান্তর ...