কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের হামলায় এক রোহিঙ্গা নেতা (সাব মাঝি) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন রোহিঙ্গা নেতা
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় ক্যাম্প ১৯ এর ব্লক এ/১৮ এর একটি দোকানের সামনে এঘটনা ঘটে।
নিহত হলেন, মৌলভী মো. ইউনুস।তিনি ক্যাম্প ১৩ এর এফ/২ ব্লকের বাসিন্দা মৌলভী সৈয়দ কাসিম এর ছেলে।
আহত হয়েছেন, ক্যাম্প -১৩ এফ ব্লকের নেতা (হেড মাঝি) মো. আনোয়ার।
বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর সহকারী পুলিশ সুপার ( মিডিয়া) মো. ফারুক আহমেদ।
তিনি জানান, একটি দুষ্কৃতকারীর দল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প -১৯ এর ব্লক এ/১৮ এর একটি দোকানের সামনে দুইজন রোহিঙ্গা নেতাকে ( মাঝি) অতর্কিত অবস্থায় উপর্যুপরি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলে সাবমাঝি ইউনুস মারা যান এবং হেডমাঝি আনোয়ার গুরুতর আহত হন।
মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। আহত আনোয়ারকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
ফারুক আহমেদ বলেন, দুষ্কৃতকারীরা সংখ্যায় ১৫-২০ জন ছিলেন।
ঘটনার পরপরই ঘটনাস্থলে এপিবিএন এর ফোর্স মোতায়েন করা হয়েছে।অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।