সেই সঙ্গে গ্রুপে অ্যাডমিন আর অন্যান্য সদস্যদের শনাক্ত করা সহজ করতে অ্যাডমিনদের জন্য বিশেষ বেইজ চালু করা হয়েছে।
ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, গ্রুপে নতুন কোনো সদস্য যোগদান করলে তাকে বর্তমান সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে স্বয়ংক্রিয়ভাবে ট্যাগ করে স্বাগত পোস্ট দিতে পারবেন।
গ্রুপ ইনসাইট টুল-এর পরিসরও বিস্তৃত করা হয়েছে। কাউকে সহায়তা করার মতো পরামর্শ দেওয়া আর একই সময়ে পোস্ট দেওয়ার শিডিউল ঠিক করে দেওয়ার মতো সুবিধাও যোগ করা হয়েছে।