নিউজ ডেস্ক: খাগড়াছড়ি থেকে অপহৃত হওয়া এক তরুণীকে ১৭ দিন পর নগরীর একটি হোটেল থেকে উদ্ধার করেছে র্যাব।এ সময় মূল অপহরণকারী জালাল উদ্দিন হৃদয়কেও (৩০) আটক করেছে র্যাব।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পতেঙ্গা এলাকার একটি হোটেল থেকে ২০ বছরের ওই তরুণীকে উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা এএসপি আমির বলেন, গত ১ মে খাগড়াছড়ি থেকে ওই তরুণীকে অপহরণ করে জালাল উদ্দিন ও তার সহযোগীরা। পরে বিভিন্ন এলাকা ঘুরে ওই তরুণীকে নগরীর পতেঙ্গার একটি হোটেলে আটকে রাখে তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করতে এবং মূল অপহরণকারীকেও আটক করতে সক্ষম হয় র্যাব।
পাঠকের মতামত