উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩০/০৬/২০২৩ ৭:৫৬ এএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির সিনিয়র নেতারা।বৃহস্পতিবার (২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় দেখা করতে যান তারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করতে যান বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান ও বেগম সেলিমা রহমান।

এর আগে, বেলা সাড়ে ১১টায় শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন দলটির সিনিয়র নেতারা। সে সময় রাতে গুলশানে ফিরোজায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যাবেন বলে জানান তারা।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রতিবছরের মতো এবারও ঈদে এই দুই কর্মসূচি রয়েছে। বিএনপি চেয়ারপারসন ঈদের দিন দলের প্রতিষ্ঠাতার কবর জিয়ারত করতেন। ২০১৮ সালে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যাওয়ার পর দলের স্থায়ী কমিটির সদস্যরা সেই ধারাবাহিকতা রক্ষা করে আসছেন।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা ভাইরাসের সময় সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এরপর থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ঈদ উদযাপন করে আসছেন তিনি। প্রতি বছর ঈদের দিন রাতে খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দলের সিনিয়র নেতারা

পাঠকের মতামত

অনলাইন জুয়া / দেশে নেতৃত্ব দিচ্ছেন যারা , হেডকোয়ার্টার রাশিয়া

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর-শিবপুর সড়কে দাঁড়িয়ে হাত উঁচিয়ে একটি নির্মাণাধীন বাগানবাড়ি দেখালেন স্থানীয় আবুল হোসেন। ...

সীমান্তে সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল ব্যবহারের অনুমতি পেল বিজিবি

লালমনিরহাট সীমান্তে বাংলাদেশ-ভারতের মধ্যে কয়েকদিন ধরে চলা উত্তেজনার পর, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীকে (বিজিবি) সাউন্ড গ্রেনেড ...