স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় নড়াইলে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
মঙ্গলবার বিকেলে নড়াইল সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে বলে মন্তব্য করেন খালেদা জিয়া।
এছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আরো কিছু মন্তব্য করেন তিনি। যা পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয়।
বিষয়টি নজরে এলে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইলের নড়াগাতি থানার চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম নামে এক ব্যক্তি বাদী হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইল সদর আমলি আদালতে এ মামলা দায়ের করেন।
এ মামলায় সমন পেয়ে আদালতে হাজির না হওয়ায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
পাঠকের মতামত