প্রকাশিত: ০৪/১১/২০১৬ ৪:৪৬ পিএম

কুষ্টিয়া প্রতিনিধি: চার জাতীয় নেতা ও বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ নতুনভাবে রোপণ করেছিলেন জেনারেল জিয়া এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সেই বিষবৃক্ষটি হলো বিএনপি নামক দল।

শুক্রবার সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে জেলা জাসদের বৈঠকে যোগ দেবার আগে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৭১’র খুনি, ৭৫’র খুনি ও জাতীয় চার নেতার খুনির রক্ষক এবং পৃষ্ঠপোষক বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত খুনি, জঙ্গীবাদ রক্ষা ও রাজাকার পোষার রাজনীতি অব্যাহত রেখেছেন। ৩ নভেম্বর জেলখানার ভেতর নির্মমভাবে জাতীয় চার নেতা হত্যাকাণ্ড নিয়ে দলমত নির্বিশেষে সবাই এর নিন্দা জানিয়েছেন। জাতীয় চার নেতাকে সম্মান জানিয়েছেন। কেবলমাত্র বেগম খালেদা জিয়া এবং বিএনপি এই হত্যাকাণ্ডের নিন্দা জানায়নি বা বিবৃতি দেয়নি।

তিনি আরও বলেন, এটা গণতন্ত্রের জন্য দুঃখজনক ও রাজনীতির জন্য মর্মান্তিক একটি ঘটনা। যারা খুনি, জঙ্গী রক্ষা ও রাজাকার পোষার রাজনীতি করছেন তারা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। এর থেকে কিভাবে বাংলাদেশ বের হবে সেটিই এখন জাতীয় প্রশ্ন। তাই দেশবাসীকে বলবো, বেগম খালেদা জিয়ার ব্যাপারে সতর্ক হোন, এই রাজনৈতিক নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য উপযুক্ত নয়।

পরে সার্কিট হাউজের সভাকক্ষে জেলা জাসদের বৈঠকে অংশ নেন তথ্যমন্ত্রী। এ সময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত ১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ঠাকুরদিঘি এলাকায় লবণবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম ...

জাসদ কার্যালয়ের জায়গায় ‘শহীদ আবু সাঈদ জামে মসজিদ’ নির্মাণের ঘোষণা

বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথা সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে ভেঙ্গে ফেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) ...

বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ, আটক ৩৩

বান্দরবানের আলীকদম সীমান্তে বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা। আজও বাংলাদেশে অনুপ্রবেশকালে শিশুসহ ৩৩ মিয়ানমারের নাগরিককে আটক ...