প্রকাশিত: ০৮/১১/২০১৬ ৭:২১ এএম

kin-2নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সদরের খুরুশকুলে প্রকাশ্যে অস্ত্রবাজির ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে চরম আতংক বিরাজ করছে। এসব আগ্নেয়াস্ত্র ও অপরাধীদের দমনে জরুরী ভিত্তিতে অভিযান জোরদার করা দরকার বলে সচেতন মহল মনে করেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় জনসাধারণ জানায়, খুরুশকুল তৈতেয়া সওদাগর পাড়া এলাকার মো: ইসহাকের পুত্র সোহেল (২২) ও তার লালিত (কিংকাং) বাহিনীর ৭/৮ জন সন্ত্রাসী এলাকায় বীরদর্পে দিনদুপুরে প্রকাশ্যে গুলিবর্ষণের শব্দে এলাকায় আতংক সৃষ্টি করছে। এতে হাট-বাজারসহ রাস্তা-ঘাটে আসা লোকজন বাড়ি ফিরতে ও চলাফেরা করতে চরম আতংকে পড়ে যায়।

তথ্যানুসন্ধানে বেরিয়ে আসে বর্তমানে কিংকাং সোহেল বাহিনী এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিকে টাকার মাধ্যমে ম্যানেজ করে এসব অস্ত্রবাজি করে নিরাপদ আস্তানা হিসেবে গড়ে তুলেছে। প্রায় সময় এলাকায় ও পাহাড়ে তারা আধিপত্য বিস্তার এবং প্রশাসনের অভিযানের হানায় একে অপরকে দোষারোপ করেও আসছে বলে জানা গেছে।

এরই জেরধরে সোহেল বাহিনী ভাড়াটে হিসেবে ব্যবহৃত সন্ত্রাসীরা এখন প্রকাশ্যে অস্ত্রবাজির ঘটনা ঘটাচ্ছে বলে স্থানীয় জনসাধারণ অভিযোগ করছেন। এরই জেরধরে প্রকাশ্যে কিংকাং সোহেল অস্ত্র নিয়ে প্রকাশ্যে তার পেইসবুক পেইজ সোহেল কক্সে- পোস্ট দেয়। আমি তৈতেয়ার কিংকাং আমাকে কেউ কিছু করতে পারবেনা। আমার কথায় তৈতেয়ার লোকজন উঠে আর বসে।

স্থানীয় জনসাধারণ জানান, সওদাগরপাড়ার কিংকাং সোহেল ও তার লালিত সহযোগীদের অবিলম্বে গ্রেফতার না করলে যেকোন মুর্হুতে জানমালের ক্ষতি হতে পারে। তবে কোন মানুষ অস্ত্রবাজি চক্রে জড়িত তা স্থানীয় সুশীল সমাজ এবং জনপ্রতিনিধিরা জানলেও অনেকে মুখ খুলতে পারেনা বলে জানা গেছে।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার আবদু রহিম জানান, কিছুদিন আগেও একই এলাকা থেকে শীর্ষ কয়েকজন ডাকাতকে আটক করা হয়েছে। কিংকাং অস্ত্রবাজ সোহেল ও তার বাহিনীকে আটকের চেষ্টা চলছে।

পাঠকের মতামত

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের তিন দিনব্যাপী কর্মশালা শুরু

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের আয়োজনে শুরু হয়েছে ’আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও জনস্বার্থ সাংবাদিকতা’ শীর্ষক তিনদিনব্যাপী ...

ফ্যাসিবাদ ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করুন : টেকনাফে মাওলানা মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ শাহজাহান বলেছেন, ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত ব্যতিক্রমধর্মী বাংলাদেশ ...