হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ পেয়েছিলাম, সচিবালয়ের আগুন নিয়ে আসিফ
রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। সবশেষ সকাল ...
সিলেট: টানা দ্বিতীয়বারের মতো গণভবনে ডাক পড়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীর।
সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করতে আগামী বুধবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি গণভবনে যাচ্ছেন। ওই দিন সিলেটসহ তিন সিটির মেয়রদের শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত ৩৬ কাউন্সিলরও শপথ নেবেন। কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার মন্ত্রী মোশাররফ হোসেন এমপি। শপথগ্রহণ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে মেয়র এবং কাউন্সিলরদের হাতে এসে পৌঁছেছে।
২০১৩ সালের ২১ জুলাই প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হয়েছিলেন আরিফুল হক চৌধুরী। তখন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শপথবাক্য পাঠ করেন। এবার দ্বিতীয়বারের মতো শপথ নেবেন তিনি।
পাঠকের মতামত