শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:;
কক্সবাজার সদরের জালালাবাদে রান্নাকৃত গরুর মাংসে ‘আল্লাহু’ ও ‘লা-ইলাহ’ পাওয়া গেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে বর্ণিত ইউনিয়নের পূর্ব মিয়াজী পাড়া গ্রামে। এ মাংসগুলো দেখার জন্য উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। জানা যায়, উক্ত গ্রামের হাজী দানুমিয়ার পুত্র মোর্শেদ গত মঙ্গলবার সকালে স্থানীয় এলাকার এক ব্যবসায়ী থেকে মাংস নিয়ে বাসায় রান্না করে। রাতে খাওয়ার সময় দেখা যায় যে, মাংসটি এমন শক্ত যে, টেনে ছিড়া যায় না। পরে পানি দিয়ে পরিষ্কার করে দেখা যায় মাংসের টুকরা গুলোতে আরবী হরফের কয়েকটি লেখা। বিষয়টি সন্দেহজনক হওয়ায় স্থানীয় জামে মসজিদের খতিবকে ডেকে নিয়ে নিশ্চিত হয় যে, মাংস দুটিতে ‘আল্লাহু’ ও ‘লা-ইলাহ’ শব্দের মত লেখা রয়েছে। ঘটনাটি চাউর হলে মাংসের টুকরাগুলো একনজর দেখার জন্য এলাকার বিপুল সংখ্যক নারী পুরুষ ঐ বাড়ীতে ভিড় জমায়। এ ব্যাপারে পূর্ব মিয়াজী পাড়া জামে মসজিদের খতিব মাওলানা নাছির উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অপরদিকে হাজী দানুমিয়ার পুত্র হুমায়ুন জানান, মাংসের টুকরাগুলো ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়েছে।
কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের আয়োজনে শুরু হয়েছে ’আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও জনস্বার্থ সাংবাদিকতা’ শীর্ষক তিনদিনব্যাপী ...
পাঠকের মতামত