প্রকাশিত: ০৫/০৩/২০১৭ ৮:১৯ এএম , আপডেট: ০৫/০৩/২০১৭ ৮:২০ এএম

হাফিজুল ইসলাম চৌধুরী :

রামুর গর্জনিয়া ইউনিয়নে গিলাতলী বনবিটের দুই বন প্রহরীর রগ কর্তনের ঘটনায় মালেকা বেগম (৪০) নামের এক নারীকে আটক করা হয়েছে। শনিবার (৪মার্চ) দুপুরে ইউনিয়নের জুমছড়ি এলাকা থেকে পুলিশ ও বনবিভাগের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। ওই নারী থিমছড়ি গ্রামের মনির আহমদের স্ত্রী। অভিযানে নেতৃত্বদেন গর্জনিয়া ফাঁড়ীর পুলিশ পরিদর্শক কাজী আরিফ উদ্দিন, উপপরিদর্শক আহসান হাবিব ও গিলাতলী বনবিট কর্মকর্তা তৌহিদুল ইসলাম।

তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই বনপ্রহরীর রগ কর্তনের ঘটনায় রুজুকৃত মামলার অন্যতম আসামি হলো মালেকা। তাকে ফাঁদে পেলে আটক করা হয়েছে। পুলিশ অতি শীঘ্রই বাকি আসামিদেরও আটক করবে বলে আশ্বস্ত করেছেন।

গিলাতলী বনবিটের বন প্রহরী মোহাম্মদ হালিম ও স্থানীয় সূত্র জানায়, গর্জনিয়ার হেডম্যানঘোনার রিজার্ভ এলাকা থেকে বৃক্ষ লুটের খবর পেয়ে গত ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকালে বনবিভাগ অভিযান চালায়। কিন্তু কর্তনকৃত গাছগুলো জব্দ করতে গেলে অতর্কিত অবস্থায় বনদস্যু ও সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালায়। তারা দায়ের কোপে বন প্রহরী সায়েদুল হক ও রিপন হাওলাদারের হাতের রগ কর্তন করে পালিয়ে যায়। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে ওই সব বনদস্যুরা অবৈধভাবে রিজার্ভ এলাকায় বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছিলো। এ ঘটনায় ১মার্চ গিলাতলী বনবিট কর্মকর্তা বাদি হয়ে মালেকা বেগম’সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রামু থানায় মামলা রুজু করেন।

পাঠকের মতামত

তিন ব্যবসায়ীকে অর্থদন্ড উখিয়ায় খোলাবাজারে টিসিবি পণ্য জব্দ করলেন ইউএনও

কক্সবাজারের উখিয়ায় খোলাবাজারে অবৈধভাবে বিক্রি করা টিসিবি পণ্য জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার ...

‘সৈকত ও ‘প্রবাল এক্সপ্রেস’ নামে আরও এক জোড়া ট্রেন পাচ্ছে কক্সবাজার-চট্টগ্রাম রুটের যাত্রীরা

কক্সবাজার-চট্টগ্রাম রুটের যাত্রীরা পাচ্ছেন আরও এক জোড়া ট্রেন। পাশাপাশি স্থায়ী করা হচ্ছে বর্তমানে চলাচলরত বিশেষ ...