সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশিত: ০৮/১০/২০২৩ ৭:৩০ এএম

গাউসিয়া কমিটি বাংলাদেশ উখিয়া উপজেলা কমিটি গঠিত হয়েছে। গত শুক্রবার (০৬ অক্টোবর) সোনার পাড়া বাইতুল হারামাইন জামে মসজিদ কমপ্লেক্সে এক মতবিনিময় সভায় ওই কমিটি গঠন করা হয়। মসজিদের খতিব মাওলানা নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সহ—সভাপতি আবু তাহের। প্রধান বক্তা ছিলেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মকসুদ উল্লাহ, মাওলানা নুরুল হক সাহেব, মাওলানা রাহমত উল্লাহ, মাওলানা বেলাল উদ্দিন, মাওলানা ছৈয়দ আহমদ ও মাওলানা আব্দুল করিম।

পরে সকলের সম্মতিক্রমে গাউসিয়া কমিটি বাংলাদেশ উখিয়া উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে ৭ জন উপদেষ্টা মনোনীত করা হয়। তাঁরা হলেন, চেয়ারম্যান এস.এম ছৈয়দ আলম, জসিম চৌধুরী, আবু তাহের চৌধুরী, আনসার আলী, আব্বাস উদ্দিন, সিরাজুর রহমান ও মোজাম্মেল হক।

এছাড়া জাফর উল্লাহকে সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে উখিয়া উপজেলা শাখার আংশিক কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ—সভাপতি লিয়াকত আলী বাবুল, ইউসুফ জালাল, ছৈয়দ আলম, মোহাম্মদ আবদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মোহাম্মদ ইউছুফ, মৌলভী শফি আলম, সাংগঠনিক সম্পাদক রাসেল মোস্তফা, সৈয়দ আলম ড্রাইভার, মোহাম্মদ ইউসুফ, সাগর আলম, বাহার উল্লাহ, অর্থ সম্পাদক আমির হোসাইন, সহ—অর্থ সম্পাদক ছৈয়দ হোসাইন, প্রচার সম্পাদক রাহমদ তাহেরী ও সহ—প্রচার সম্পাদক মোহাম্মদ ইমরান।

সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান গাউসিয়া কমিটি বাংলাদেশ কক্সবাজারের নেতৃবৃন্দ।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্প ডেঙ্গুর ‘হটস্পট’, মৃত্যু কমলেও বাড়ছে আক্রান্তের সংখ্যা

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলো ডেঙ্গুর ‘হটস্পট’ হয়ে উঠেছে। শীত মৌসুমেও এই দুই উপজেলার ...