প্রকাশিত: ০২/০৭/২০১৬ ৫:২৬ পিএম

93697aba06e534010c6ca3380247c561-5777a08caefb4গুলশানের সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত ২০ জন বিদেশি নাগরিকের মধ্যে একজন ভারতীয় রয়েছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক টুইট বার্তায় বলেছেন ‘আমি অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি তারুশি নামে একজন ভারতীয় মেয়ে মারা গেছেন যাকে সন্ত্রাসীরা ঢাকার একটি রেস্টুরেন্টে জিম্মি করে রেখেছিল।’
তিনি বলেন, আমি তার বাবা শ্রী সঞ্জীব জৈন এর সঙ্গে আলাপ করেছি এবং তাদের সহানুভূতি জানিয়েছি। তাদের এই দুঃখের সময় সারা দেশ সঙ্গে আছে।’
পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, তারুশির আত্মীয়দের বাংলাদেশে আসার জন্য তার অফিসাররা কাজ করছে।

পাঠকের মতামত

মিয়ানমারে এক সপ্তাহে তিন রাজ্যে জান্তা বাহিনীর বোমাবর্ষণ

মিয়ানমারের জান্তা বাহিনী বৃহস্পতিবার রাখাইন রাজ্যের পাউকতাউ টাউনশিপে বিমান হামলা চালিয়ে কয়েকজন বেসামরিক নাগরিককে হত্যা ...

মালয়েশিয়ায় জাকির নায়েকের প্রকাশ্যে বক্তব্য দেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার

ভারতীয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মালয়েশিয়া। ...