গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় সন্দেহভাজন ‘জঙ্গি নেতা’ মারজানের পরিচয় পেয়েছে পুলিশ। তার প্রকৃত নাম নুরুল ইসলাম মারজান। বাড়ি পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নের আফুরিয়া গ্রামে। পাবনার সদর থানা পুলিশের একটি দল তার প্রকৃত পরিচয় নিশ্চিত করেছে। তার বাবার নাম নিজাম উদ্দিন। স্থানীয় মাদ্রাসা থেকে পাস করে ২০১৪ সালে মারজান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে ভর্তি হন। বিবাহিত মারজান আট মাস আগে স্ত্রীসহ নিখোঁজ হন।
মারজানের বিষয়ে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হুদা বলেন, তার বিষয়ে আরবি বিভাগের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অনুপস্থিত ৭ শিক্ষার্থীর যে তালিকা পুলিশের নিকট প্রদান করে চবি কর্তৃপক্ষ সে তালিকায় মারজানের নাম ছিল কি না এমন প্রশ্নে চবি রেজিস্ট্রার বলেন, যে কয়টি বিভাগের তথ্য নিয়ে ওই তালিকাটি দেয়া হয়েছিল তার মধ্যে আরবি বিভাগ ছিল না। কারণ আরবি বিভাগের পক্ষ থেকে তালিকাটি ওই সময়ও জমা দেয়া হয়নি। তবে মারজানের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করার কথা জানান তিনি। এ বছরের জানুয়ারিতে শেষবারের মতো বাড়ি গিয়েছিলেন মারজান। তখন খালাতো বোন প্রিয়তিকে বিয়ে করেন। এরপর স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়েন। এই আট মাসে পরিবারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি বলে বাবা-মায়ের দাবি। মারজানের বাবা নিজাম উদ্দিন দাবি করেন পত্রিকায় ছবি প্রকাশের পর তিনি ছেলের বর্তমান
অবস্থার কথা জানতে পারেন। এর আগ পর্যন্ত তিনিসহ পরিবারের লোকজন কেউ কিছু জানতেন না।
এর আগে মারজানের বিষয়ে তথ্য চেয়ে পুলিশের তথ্য পাওয়ার বিশেষ অ্যাপ ‘হ্যালো সিটি’তে তার ছবি প্রকাশ করা হয়। সেখানে তাকে গুলশান হামলার ‘অপারেশন কমান্ডার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ইউনিটের কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন, গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার সঙ্গে জড়িত এবং হামলাকারী জঙ্গিদের সঙ্গে মারজানের যোগাযোগ ছিল বলে তথ্য পাওয়া গেছে। হলি আর্টিজানে হামলার পর রাত একটায় ইন্টারনেট-সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগ পর্যন্ত ভেতর থেকে জঙ্গিরা হত্যাযজ্ঞের ছবি তুলে তা মারজানসহ কয়েকজনকে পাঠিয়েছিল। ওই রাতে এসব ছবি আইএসের কথিত বার্তা সংস্থা আমাক-এ প্রকাশ করা হয়। এ ছাড়া আরও কিছু তথ্য পাওয়া গেছে, যাতে মনে হয়েছে, মারজান গুলশান হামলার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।