
চলতি আইপিএলের নিলামের আগেই ক্রিস গেইলকে ছেড়ে দেয় তার দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এমনকি নিলামেও ‘বুড়ো’ গেইলকে নিয়ে তেমন আগ্রহ ছিলো না আইপিএল ফ্যাঞ্চাইজি মালিকদের। প্রথম দিনের নিলামে অবিক্রিত থেকে যান ক্যাবিবীয় এই ব্যাটিং দানব।
অবহেলিত হতে যাওয়া গেইলকে দলে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলমান ১১তম আসরে খেলতে নেমেই ব্যাটিং তাণ্ডব শুরু করে দেন গেইল।
ব্যাট হাতে ঝড় তুলে দেয়া গেইল এবার তুলে নিলেন কিপিং গ্লাভস। বৃহস্পতিবার হায়দরাবাদের বিপক্ষে উইকেটের পিছনে দাঁড়িয়ে কিপিং করেছেন ক্যারিবীয়ান সুপার স্টার।
চলমান আইপিএলে নিজের খেলা শুরুর তিন ম্যাচে যথাক্রমে ৬৩, ১০৪* ৬২* রান করা গেইল। বৃহস্পতিবার সাকিবদের হায়দরাবাদের বিপক্ষে করেন ২৩ রান। তার আগে ফিল্ডিংয়ের সময়ে কিপিংও করেন তিনি। যদিও পাঞ্জাবের অফিসিয়াল কিপার লোকেশ রাহুল।
রাহুলের সঙ্গে মসকরা করতে গিয়ে গ্লাভস হাতে নিয়ে কিপিং করেন গেইল। তবে লো স্কোরিং ম্যাচে ১৩২ রান তাড়া করতে গিয়ে ১৯ রানে পরাজিত হয় গেইলগের পাঞ্জাব।
পাঠকের মতামত