কোপা আমেরিকায় নিজেদের তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। ইতোমধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। আলেস্যান্দ্রো গোমেজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে আছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
অ্যাঙ্গেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরোসহ একাধিক পরিবর্তন এনে শুরুর একাদশ মাঠে নামায় আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে শুরু করে আলবিসিলেস্তারা। ফলও পেয়ে যায় দ্রুত। ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় তারা।
এ সময় ডানদিক বল পেয়ে যান ডি মারিয়া। তিনি বক্সের মধ্যে থাকা গোমেজকে বল দেন। তখন গোমেজের সামনে ছিলেন কেবল প্যারাগুয়ের গোলরক্ষক। তাকে আসতে দেখে ঠাণ্ডা মাথায় ট্যাব করে তার মাথার ওপর দিয়ে বল জালে পাঠান তিনি।
এই গোলের কিছুক্ষণ পরই ডি বক্সের সামনে ফ্রি কিক পেয়েছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির নেওয়া কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের শেষ মুহূর্তে আরও একবার বল জালে জড়িয়েছিল। কিন্তু সেটি অফসাউডের কারণে বাতিল হয়। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মেসি-গোমেজরা।
পাঠকের মতামত