শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেছেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার নব গঠিত ইউনিয়ন সোনাইছড়ির পাহাড়ের গ্রামে-গ্রামেই উন্নয়নের ছোঁয়া লাগছে,ফলে যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নতি হচ্ছে,শিক্ষার আলো ছড়িয়ে পড়ছে তৃণমূলপর্যায়ে,বিদ্যুত সুবিধার আওতায় আসছে বঞ্চিত বেশ কিছু গ্রামাঞ্চল। পাহাড়ি জেলাসমূহে সরকারের বিশেষ উন্নয়ন কার্যক্রম ক্রমশ বৃদ্ধি পাওয়ায় এক সময়ের নাগরিক সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সকল সম্প্রদায়ের মানুষ আজ অধিকার ফিরে পেয়েছে।
পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর মাঝে সম্প্রীতির বন্ধন ক্রমেই শক্তিশালী হচ্ছে। গত রবিবার (২৯ মে) সকালে সি,এইচ,টি. আর, ডি,পি ২ প্রকল্পের আওতায় নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে ঘুমধূম আনুমানিক ৩৩ কিলোমিটার উন্নয়ন প্রকল্পের মধ্যে মাত্র ১২ কিলোমিটার অসম্পূর্ন কার্পেটিং সড়কসহ ৫৯টি ব্রিজ,কালভাট ৩৭ কোটি টাকা বরাদ্দ ও সোনাইছড়ি থেকে রামুর কাউয়ারকোপ সড়কের ১ কিলোমিটার ৮৭ লক্ষ টাকা বরাদ্দ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আগামী বছরের ডিসেম্বর নাগাদ প্রকল্পের কাজ শেষ হওয়ার পর নবগঠিত সোনাইছড়ি ইউনিয়নে পরিষদ ভবন, এলাকার প্রতিটি পরিবারে বিনামূল্যে সৌর বিদ্যুৎ প্যানেল সুবিধা পাবে। আগামীতে বিদ্যুৎ ব্যবস্থা চালু হলে এসব এলাকায় কৃষি সম্প্রসারনসহ বিভিন্ন খাতে দ্রুত উন্নয়ন সাধিত হবে পার্বত্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল জানান, প্রায় ৩৭ কোটি টাকা ব্যয়ে নাইক্ষ্যংছড়ি থেকে ঘুমধুম আনুমানিক ৩৩ কিলোমিটার কার্পেটিং সড়কের মধ্যে অসম্পূর্ন ১২ কিলোমিটারসহ ৫৯ টি কালর্ভাট/ব্রিজ নির্মাণ ও ৮৭ লক্ষ টাকা ব্যয়ে সোনাইছড়ি হয়ে রামুর কাউয়ারকোপ সড়কের মাত্র ১কিলোমিটার কার্পেটিং কাজ শুরু হতে যাচ্ছে।
পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর একই সময়ে পি,ডি,বি ৩ অর্থায়নে সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনসহ মহিলাদের সেলাই মিশিন, সৌর বিদ্যুৎ প্যানেল, এস.এস,সি পরীক্ষার্থীদের অর্থ প্রদান করেন। সভার শেষ পর্যায়ে শতাধিক বিএনপির নেতা কর্মী আওয়ামীলীগে যোগদান করেন বলে দলীয় সূত্রে জানাযায়।
উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত অনুষ্ঠানে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহাইন মার্মার সভাপত্বিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি চো চু মং মার্মার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রি বীর বাহাদুর উশৈসিংএমপি ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশাঙ্ক অর্চায্য এলজিইডি প্রকল্প পরিচালক ঢাকা, অর্নিবান চাকমা অতিরিক্ত পুলিশ সুপার, কাজল কান্তি দাস পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য, সাদেক চৌধুরী বান্দরবান জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক, সামশুল আলম বান্দরবান জেলা আওয়ামীলীগের নেতা, তছলিম ইকবাল চৌধুরী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক, মোঃ ইমরান সদস্য সচিব,এ্যানিং মার্মা সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সচিব, শামীম ইকবাল চৌধুরী নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আহম্মেদ হোছাইন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, ফাহিম ইকবাল চৌধুরী সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, বদুল্লাহ কবির উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রমূখ।