প্রকাশিত: ১৩/০৬/২০১৬ ৯:৩২ এএম , আপডেট: ১৩/০৬/২০১৬ ৯:৩৪ এএম

brazil_peru_16018_1465786966ডেস্ক রিপোর্ট ::

কোপা আমেরিকার শতবর্ষ উদযাপন আসরের গ্রুপপর্ব থেকে বিদায় নিল ফেভারিট ব্রাজিল।

বিতর্কিত গোলে পেরুর কাছে তারা ১-০ ব্যবধারে হেরে যায়। ফলে ‘বি’ গ্রুপ থেকে পেরু ও ইকুয়েডর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

আসরে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে কার্লোস দুঙ্গা বাহিনী। এরপর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৭-১ গোলে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছিল ব্রাজিল।

কিন্তু সোমবার বাংলাদেশ সময় সকালে ম্যাচাচুয়েটসে খেলার ৭৫ মিনিটে জয়সূচক বিতর্কিত গোলটি করেন রুডিয়াজ। ১৯৮৭ সালের পর এই প্রথম পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল প্রথমপর্ব থেকে বিদায় নিল।

পাঠকের মতামত

চ্যাম্পিয়নস ট্রফি আসছে বাংলাদেশে, প্রদর্শনী হতে পারে কক্সবাজারে

চ্যাম্পিয়নস ট্রফির আগামী আসর বসার কথা পাকিস্তানে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই টুর্নামেন্টের পর্দা উঠবে। তবে মূল ...