মার্চে বাংলাদেশ সফরে আসছেন ফিফা প্রধান
আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফরের পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্ব ফুটবল সংস্থার প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। ...
কোপা আমেরিকার শতবর্ষ উদযাপন আসরের গ্রুপপর্ব থেকে বিদায় নিল ফেভারিট ব্রাজিল।
বিতর্কিত গোলে পেরুর কাছে তারা ১-০ ব্যবধারে হেরে যায়। ফলে ‘বি’ গ্রুপ থেকে পেরু ও ইকুয়েডর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
আসরে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে কার্লোস দুঙ্গা বাহিনী। এরপর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৭-১ গোলে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছিল ব্রাজিল।
কিন্তু সোমবার বাংলাদেশ সময় সকালে ম্যাচাচুয়েটসে খেলার ৭৫ মিনিটে জয়সূচক বিতর্কিত গোলটি করেন রুডিয়াজ। ১৯৮৭ সালের পর এই প্রথম পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল প্রথমপর্ব থেকে বিদায় নিল।
পাঠকের মতামত