প্রকাশিত: ১৫/০৪/২০১৭ ৭:৩১ এএম

নিউজ ডেস্ক ::

খালি মেয়েরাই নাকি সংসার চালাতে পারে! মোটেও নয়। ছেলেরাও পারে। শ্বশুরবাড়িতে গৃহ-জামাই করে রাখলে ছেলেরাও দশভুজ হয়ে সংসার সামলাতে পারে।

ছেলেরা বাইরে বেরিয়ে কাজ করবে আর মেয়েরা সংসার চালাবে এসব মান্ধাতার আমলের ব্যাপার। এখন মেয়েরা ঘরের বাইরে যথেষ্ট পারদর্শী। আর সেই হিসেবে ছেলেরাও ঘরের ভিতরে কম পারদর্শী নয়। সমাজবিজ্ঞানীরা আশঙ্কা করছেন, সমাজে নতুন ঘরজামাই কনসেপ্ট চালু হতে পারে। আর তাতে মেয়েরা ছেলেদের বদলে রোজগার করবেন। ছেলেরাও মেয়েদের বদলে শ্বশুরবাড়িতে থাকবেন গৃহবর হয়ে। সম্প্রতি সিঙ্গাপুরের এক মামলায় ছেলেটিকে আদালত ‘হাউস হাজবেন্ড’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

জেনে নিন ঘরজামাই থাকার ৮টি সুবিধা:

১. আপনাকে রোজ সকালে ঘুম ভেঙে উঠেই নাকে-মুখে গুঁজে, ট্রেন-বাসে বাদুড় ঝোলা হয়ে অফিস যেতে হবে না। এর চেয়ে বড় শান্তি আর কী আছে!

২. বাড়িতে শুয়ে বসে সময় কাটানো এমন কিছু কঠিন কাজ নয়। বাড়িতে থাকলেই বাড়ির সব কাজ করতে হবে তার কোনও মানে নেই। শ্বশুরবাড়ির কাজের লোকেদের তদারকি করুন।

৩. স্ত্রী কাজে বেরিয়ে যাওয়া মানেই তো বাড়ি ‘শান্তিনিকেতন’। আপনিই রাজা। ‘যা খুশি’ করতে পারেন। তবে শ্বশুর-শাশুড়ির নজর বাঁচিয়ে।

৪. সাধারণভাবে গৃহবধূরা মাসে মাসে হাত খরচের টাকা পেয়ে থাকেন। এবার আপনিও সেটা পাবেন। বাড়িতে বসেই রোজগার!

৫. ছেলে রোজগার না করলে বাবা-মা খিটখিট করেন। কিন্তু জামাই সব সময়েই গর্বের। অতএব চিন্তা নেই। আগে বেশ কিছুদিন উপভোগ তো করে নিন।

৬. অফিস সামলে বন্ধুদের সঙ্গে ঠেক মারতে যাওয়া কঠিন। এখন বন্ধুদের শ্বশুরবাড়িতে ডেকে নিন। চা-বিস্কুট সহযোগে আড্ডা জমে উঠুক।

৭. এতদিন স্ত্রী শপিং করে করে আপনার পকেট ফাঁকা করেছে। ঘরজামাই হয়ে বউয়ের পার্স ফাঁকা করে দিন। নিষেধ করলে মনে করিয়ে দিন উপার্জনশীল স্বামীরা বউদের আবদার পূরণ করতে বাধ্য থাকেন।

৮. এখন মাল্টিপ্লেক্সে সপ্তাহের ব্যস্ত দিনে টিকিটের দাম কম হয়। মর্নিং শোর আরও কম দাম। সুতরাং স্ত্রী কাজে বেরিয়ে গেলে সকাল সকাল সিনেমা দেখতে চলে যান।

পাঠকের মতামত

চট্টগ্রামে আমির খসরুসহ বিএনপির চার নেতার বাসায় হামলা-অগ্নিসংযোগ

প্রচ্ছদচট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) চট্টগ্রামে আমির খসরুসহ বিএনপির চার নেতার বাসায় হামলা-অগ্নিসংযোগ সিভয়েস২৪ প্রতিবেদক চট্টগ্রামে ...

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা কক্সবাজারের ন্যাশনাল পার্ক

বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণে যে প্রাকৃতিক বনভূমিগুলোকে সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান ...