প্রকাশিত: ০৭/০৭/২০১৬ ৫:৫৬ এএম , আপডেট: ০৭/০৭/২০১৬ ৬:০২ এএম
nc
বন্যহাতির তান্ডবে ঘরবাড়ি ভাংচুর

অাজিজুল হক,ঘুমধুম(নাইক্ষ্যংছড়ি)সংবাদদাতাঃ

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বেতবুনিয়া নামক স্থানে বন্যহাতির তান্ডবে একশিশু নিহত ও অারেকজনের অবস্থা অাশংকা জনক!এবং বসতবাটি ভস্মিভুত হয়েছে। সবাই যখন গভীর ঘুমে অাছন্ন রাত অানুমানিক ৩ঘটিকার সময় ঘুমধুম বেতবুনিয়া বাজার নামক স্থানে অাব্দুল কাদেরের বসতবাড়িতে ব্যাপক ভাংচুর চালিয়ে পায়ের পৃষ্টতলে নিহত হয় অাব্দুল কাদিরের ৫ বছর বয়সী শিশু কন্যা তাহেরা অাকতার,তার স্ত্রী রোকেয়া বেগম গুরুতর অাহত হয়ে বর্তমানে কুতুপালং এম,এস,এফ হাশপাতালে অাশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন অাছেন।বর্তমান দরিদ্র কৃষক অাব্দুল কাদের তার একমাত্র সম্ভল বসতবাড়ি এবং সন্তান হারিয়ে নিঃস্ব প্রায়। ঘটনাস্থল পরিদর্শনে করেন ঘুমধুম বিওপি কমন্ডার ফেনদৌস মৌল্লাহ,ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি খালেদ সরওয়ার হারেছ,প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন। সরকারী এক জরিপে দেখা যায় প্রতিবছর হাতির তান্ডবে প্রায় অর্ধশতাধিক নিহত হয়।

পাঠকের মতামত

সভাপতি মোঃ হোবাইব -সাধারণ সম্পাদক ফোরকান-সাংগঠনিক কামাল মহেশখালীতে লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ গঠিত

লবণ উৎপাদন বৃদ্ধি ও আমদানী নয়, নায্যামূল্যাসহ রপ্তানির লক্ষে গঠিত হয়েছে কক্সবাজারের মহেশখালীতে লবণ চাষি ...