প্রকাশিত: ২১/০২/২০১৭ ৯:১৮ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

পরিবেশ আইনের বিধিনিষেধ লংঘন করে নিষিদ্ধ পল্লীতে ইটভাটা তৈরী করায় এলাকাবাসি উদ্বিগ্ন। সম্প্রতি ঘুমধুমের ফাত্রাঝিরি এলাকায় দু’ফসলি জমি ও সামাজিক বনায়ন সংলগ্ন দু’টি ইটভাটায় কয়লার পরিবর্তে সামাজিক বনের কাঠ পুড়ছে।

স্থানীয়রা জানায়, এই ইটভাটা তৈরীর শুরু থেকে লোকজন প্রতিবাদ করে আসছে। কিন্তু রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় প্রশাসনকে তোয়াক্কা করছে না।

ফলে এসব ইট ভাটার কালো ধোঁয়ার কারনে আশপাশের আম, কাঠাল, লিচু,কলা ও নারিকেল গাছসহ নানা ফলজ বৃক্ষে ফল না আসায় স্থানীয় চাষি পরিবার গুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

পাঠকের মতামত

কেন্দ্রের নির্দেশনায় উখিয়ায় পল্লী বিদ্যুতের কমপ্লিট শাটডাউন

উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের, কয়েকজনকে গ্রেফতার এবং ১০ কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করার প্রতিবাদে ...

টেকনাফে ৩ অপহরণকারী আটক

টেকনাফ বাহারছড়ায় সম্পত্তির লোভের যড়যন্ত্রে ডাকাতের হাতে অপহৃত হওয়া বেলালকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ...

উখিয়ার ষ্টেশনগুলো যেন অঘোষিত টার্মিনাল, মহাসড়কের উপর চলে গাড়ি পার্কিং

উখিয়া উপজেলার স্টেশনগুলো যেন অঘোষিত টার্মিনালে পরিণত হয়েছে। স্টেশন গুলোতে দুপাশের সারিবদ্ধ করে রাখা হয়েছে ...

উখিয়ায় ছয় এনজিওর বিরুদ্ধে নোটিশ, স্থানীয়রা বলছেন, এটি আই ওয়াশ

বে-আইনিভাবে নির্মিত স্থাপনায় কার্যক্রম পরিচালনা করার অপরাধে ছয় এনজিও’কে নোটিশ দিয়েছে বনবিভাগ। পরিবেশ ও জীব-বৈচিত্র্যের ...