প্রকাশিত: ২০/১১/২০১৬ ৯:২৭ এএম

imagesশ.ম.গফুর,উখিয়া::

  উখিয়ার পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের শতবর্ষী প্রবীণ সমাজ হিতৈষী হোছাইন আলী মাতব্বর আর নেই। তিনি দীর্ঘদিন ধরে বয়োবৃদ্ধজনিত কারণে রোগ – শোকে ভোগে অবশেষে গত ১৯ নভেম্বর দিবাগত রাত ১০ টায় তুমব্রুস্থ নিজ বাসঘরে মৃত্যুরকোলে ঢলে পড়েন। ইন্নালিল্লাহি ……..  রাজেউন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল প্রায় ১০৬ বছর।জীবদ্দশায় তিনি ১ছেলে ২ কন্যা সন্তান, বহু নাতি – নাতনী,আত্মীয় সজন.পড়শী গুণগ্রাহী ও শুভাকাংখী রেখে যান। তাহার মৃত্যুর খবরে ঘুমধুম -তুমব্রুতে সবর্ত্র শোকের ছায়া নেমে আসে।আজ দুপুর বেলা আড়াই টায় তুমব্রুস্থ স্থানীয় জামে মসজিদ ঈদগাহ ময়দানে মরহুমের নামাযে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য হোছাইন আলী মাতব্বর তুমব্রু গ্রামের সমাজ সংস্কৃতি ও শিক্ষা বিস্তারের আলোকবর্তিকা মরহুম শিক্ষক মৌলানা আবদুর রশিদের আপন সহোদর বড় ভাই ও তুমব্রু সরকারি(উচ্চমান) প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উচ্চ শিক্ষার উৎকর্ষ সাধনে সরকারীভাবে থাইল্যান্ড সফরের জন্য মনোনীত হামিদুল হকের আপন জেঠা হন। এদিকে হোছাইন আলী মাতব্বরের মৃত্যুতে শোক জ্ঞাপন ও শোকাহত পরিবার – পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার এমপির প্রতিনিধি ঘুমধুম ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব খাইরুল বশর,ইউপির চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ,নাইক্ষ্যংছড়ি  উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জহির আহমদ, সাংবাদিকে শ.ম.গফুর,ইয়াহিয়া গ্রুপের অংগ প্রতিষ্ঠান ইয়াহিয়া আম্রকাননের ম্যানেজার এম ছৈয়দ আলম, ঘুমধুম ইউনিয়ন যুবলীগ সভাপতি প্যানেল চেয়ারম্যান কামালউদ্দিন, কৃষকলীগ ইউনিয়ন সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা আবদুর রশিদ, জলপাইতলীর ব্যবসায়ী জহির আহমদ ও চট্রগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র জলপাইতলীর সন্তান মো: জসিমু্দ্দীন সহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন। বিবৃতি দাতারা মরহুমের আত্মার মাগফেরাত ও বেহেস্ত নসীব কামনা করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে সাবেক কাউন্সিলর হত্যা, পরিবারের দাবি পূর্বপরিকল্পিত

কক্সবাজার সৈকতের হোটেল সী-গাল পয়েন্টে হত্যাকাণ্ডের শিকার খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুর ...