ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৯/২০২৪ ৯:৩৮ এএম

ঘুমধুমের আজুখাইয়াতে কাঠ বোঝাই ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছে একজন। আহত হয়েছে আরো এক জন।

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টায় ঘুমধুম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আজুখাইয়া ফকিরপাড়া রাবার বাগান নামক স্থানে বাগানের আকাশ মণি গাছ বোঝাই ৩ চাকার ট্রলি’গাড়ি নিয়ে কাঠ গুলো স মিয়ে নিয়ে যাচ্ছিল। এক পর্যায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রলি গাড়িতে থাকা গাছের মালিক রতন বড়ুয়া (৩৯) ঘটনাস্থলে নিহত হয়।
নিহত ব্যক্তির নাম রতন বড়ুয়া ( ৩৭)। তার বাড়ি ঘুমধুম ইউনিয়নেন ৬ নং ওয়ার্ডের বড়ুয়া পাড়ায়।
এ গাড়িতে থাকা আরো একজন শ্রমিক গুরুতর আহত হয়। তার নাম পাওয়া যায় নি। তবে তাকে আহত অবস্থায় চিকিৎসার জন্যঘ পাশ্ববর্তী উখিয়া উপজেলার একটি হাসপাতাল ভর্তি করা হয়।
নিহত রতন বড়ুয়া স্থানীয় বিল্ডু বড়ুয়ার ছেলে। খবর পেয়ে ঘুমধুম পুলিশের একটি দল ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে ।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, ঘুমধুমে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছে। লাশ উদ্ধার করা হয়েছে।

পাঠকের মতামত

হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে গেছে ভারত: সারজিস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে ...

সাতকানিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল উখিয়ার কিশোরের

চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানিহাট-বান্দরবান মহাসড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে ...