প্রকাশিত: ০৮/০৭/২০১৬ ৯:২৮ এএম
Picture1 [Max Width 640 Max Height 480]অাজিজুল হক,ঘুমধুম(নাইক্ষ্যংছড়ি)সংবাদদাতাঃ
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়াস্থ হেডম্যান পাড়া নিবাসি জনাব আব্দুল কাদের এর বাড়িতে গতকাল ভোর আনুমানিক ৩ টার সময় একগুইল্যা বন্য হাতির অকল্পনীয় আক্রমনে বাড়ির ব্যাপক ক্ষতি সাধিত হয়। বাড়ির মাটির দেয়াল ভেঙ্গে ঘুমন্ত স্ত্রী ও ৬ বছরের কন্যার উপর অাক্রমন চালায় পাষন্ড হাতি। এতে ঘটনাস্থলে মারা যায় শিশু কন্যা তাহেরা অাক্তার মোনা, মারাত্মক আহত হয় তার স্ত্রী রোকেয়া বেগম।পরে প্যানেল চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন ও ঘুমধুম ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি জনাব খালেদ সরওয়ার হারেছসহ এলাকাবাসিদের উদ্যোগে ক্ষ্যাপা হাতিটিকে কৌশলে তাড়িয়ে মৃত শিশুটিকে মাটি চাপা পড়া থেকে উদ্ধার করা হয় এবং মারাত্মকভাবে আহত রোকেয়াকে চিকিৎসার জন্য কুতুপালং হাসপাতালে প্রেরণ করা হয়,পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল হাশপাতালে রেফার করা হয়। ঈদের নামাজ আদায়ের পর নিহত পরিবার ও হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারের খোজঁ খবর নেয়ার জন্য পরিদর্মশনে অাসেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহি কর্মকর্তা শাহেদুল ইসলাম,ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাজ্ঞীর অাজিজ চৌধুরী,প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন,ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক অালমগীর,ইউনিয়ন অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অাব্দু শুক্কুর,প্রবাসী অাওয়ামীলীগ নেতা মকছুদুর রহমান,ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহ কামাল,গ্রাউস(সিফরডির) ইউনিয়ন সমন্বয়কারী জমির উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদুল ইসলাম নিহত এবং এবং ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং নগদ ৫০০০ টাকা অর্থ সহায়তা প্রদান করেন,ভবিষ্যতে সব ধরনের সাহায্য সহযোগিতা করার অাশ্বাস প্রদান করেন।গত কাল দুপুর ৩ ঘটিকার সময় ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে নিহত মুনার জানাযার নামায অনুষ্টিত হয় এবং।পরিদর্শনে অাসা স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ বলেন আজ এ মহা খুশির দিনে এহেন বেদনা বিধুরে বিপর্যস্ত ও শোক সন্তপ্ত কাদেরের পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন যেনো শান্তি দান করেন।সেই সাথে দীর্ঘদিন ধরে প্যারাল্যাইসিসে আক্রান্ত অসহায় কাদেরের সাহার্য্যার্থে এগিয়ে আসার জন্য সকলকে সবিনয় অনুরোধ জানান।নির্বাহী কর্মকর্তা শাহেদুল ইসলাম জানান হাতির অাক্রমন প্রতিরোধে সবাইকে সম্মিলনভাবে এলাকায় পাহারা বসাতে হবে,রাত্রিবেলায় সচেতনার সাথে চলাফেরা করার পরামর্শ প্রদান করেন।

পাঠকের মতামত

সভাপতি মোঃ হোবাইব -সাধারণ সম্পাদক ফোরকান-সাংগঠনিক কামাল মহেশখালীতে লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ গঠিত

লবণ উৎপাদন বৃদ্ধি ও আমদানী নয়, নায্যামূল্যাসহ রপ্তানির লক্ষে গঠিত হয়েছে কক্সবাজারের মহেশখালীতে লবণ চাষি ...