নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ্যংছড়ি
প্রকাশিত: ১৮/০৭/২০২৪ ৯:৩৮ এএম , আপডেট: ১৮/০৭/২০২৪ ৯:৪০ এএম

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে জায়গা-জমি বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে রতন বড়ুয়া (৩৫)নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

১৭ জুলাই(বুধবার)দিবাগত রাত ১০ টার দিকে ঘুমধুম ইউনিয়নের উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রতন বড়ুয়া ওই এলাকার অরিন্দ বড়ুয়ার ছেলে এবং ইউনিয়ন যুবলীগের দায়িত্বশীল নেতা বলে জানা গেছে। আর ঘাতক সাজু বড়ুয়া একই পাড়ার বাসিন্দা অন্তুফ্র বড়ুয়ার ছেলে।তারা সম্পর্কে চাচা-ভাতিজা।নিহতের পরিবারের দাবী পুর্বের জায়গা-জমি নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।

এ ঘটনার জেরে বুধবার রাত ১০ টারদিকে রতন বড়ুয়া বাড়ি ফেরার পথে পুর্ব থেকেই উৎপেতে থাকা সাজু বড়ুয়া ও তার বাবা অন্তুফ্র বড়ুয়া মিলে রতন বড়ুয়াকে ছুরিকাঘাতে হত্যা করেছে।

স্থানীয় লোকজন শোরচিৎকার শুনে এগিয়ে গেলে হত্যাকারীরা পালিয়ে যায় বলে জানান প্রত্যেক্ষদর্শীরা।

পরে রতন বড়ুয়াকে মাটিতে পড়াবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। খবর পেয়ে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ টু উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ধর্মজিৎ সিংহা বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠায় এবং কুতুপালং এমএসএফ হাস্পাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতকদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি স্থায়ী হবে না

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধান ছাড়া মিয়ানমারে স্থায়ী শান্তি ও ...

পারকি সৈকতে ধরা ২৫ ভাসানচর থেকে পালাচ্ছেন রোহিঙ্গারা!

নোয়াখালীর ভাসানচরের আশ্রয়শিবির থেকে কৌশলে রোহিঙ্গারা পালিয়ে যাচ্ছেন! প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব, আত্মীয়-স্বজনের কাছে যাওয়ার বাহানা, ...

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কক্সবাজারে সংবাদ সম্মেলন

জুলাই অভ্যুত্থানের শহিদদের নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক কটাক্ষ ও ব্যাঙ্গাত্মক কন্টেন্ট বানিয়ে অপপ্রচার ...