প্রকাশিত: ১২/০৯/২০১৬ ১২:৩৬ পিএম

14341441_824067804397113_1437289348_n
ত্যাগের মহিমায় উজ্জিবিত হয়ে ঈদুল আযহা পালিত হউক সবার ঘরে ঘরে। ঈদ হউক অনাবিল সুখ, স্বাচ্ছন্দ্য ও আনন্দের। মানুষের প্রতিটি দিন হোক ঈদের মত অানন্দময়। অামরা সবাই যে যার সাধ্যমত গরীব,অভাবী,দুঃস্থ ও এতিমদের পাশে গিয়ে দাড়াই,বাড়িয়ে দিই সাহায্যের হাত।তাহলে অামরা অনুভব করতে পারব ঈদের প্রকৃত স্বাদ। ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

শুভেচ্ছান্তে–
জিসানুল হক(জিসান) সভাপতি
বাংলাদেশ ছাত্রলীগ
ঘুমধুম ইউনিয়ন শাখা
নাইক্ষ্যংছড়ি,বান্দরবান।

পাঠকের মতামত