অাজিজুল হক::
ঘুমধুম পুলিশের অভিযানে একটি সিএনজি থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবা উদ্ধারের সময় সিএনজি চালক পালিয়ে গেলেও ইয়াবাকারবারী ও ইয়াবাবহনকারী সিএনজি জব্দ করে পুলিশ।
গত বৃহস্পতিবার সকালে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এস,অাই অামিনুর ও এ,এস,অাই জমিরের নেতৃত্ব একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী টিভি রিলে সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি থেকে ১হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসময় পুলিশের অবস্থান টের পেয়ে সিএনজি চালক পালিয়ে গেলেও ইয়াবা পাচারকারী টেকনাফ উপজেলার হৃীলা জাদিমোরা গ্রামের মোজাহের মিয়ার পুত্র নুর হোসেন(২১)কে অাটক করে ও সিএনজিটি জব্দ করে যার নম্বর কক্সবাজার থ: ১১৩৫৪৫। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনূমানিক ৩ লক্ষ টাকা বলে জানা যায়।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এস,অাই অামিনুর রহমান জানান, উদ্ধার ইয়াবা ও সিএনজিটি থানায় হস্তান্তর করে সিএনজি ও পাচারকারী নুর হোছন ও চালককে পলাতক আসামী করে মাদক দ্রব্য দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।