প্রকাশিত: ০৮/০৯/২০১৬ ৯:০২ পিএম

Aziz Pic Gumdum 09-09-2016 (1)আজিজুল হক,ঘুমধুম প্রতিনিধি::
চোরাচালানের নিরাপদ জোন নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও তুমব্রু সীমান্ত পয়েন্ট দিয়ে প্রতিদিন আসছে মিয়ানমারের তৈরি সিগারেটসহ বিভিন্ন অবৈধ পণ্য-সামগ্রী। মাঝে মধ্যে বিজিবির সদস্যরা স্বল্প সংখ্যক অবৈধ পণ্য জব্দ করলেও পাচারকারীরা থেকেই যাচ্ছে ধরা-ছোয়ার বাইরে। বিজিবির ধারাবাহিক অভিযানে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর ) দুপুর ১২ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বেতবুনিয়া বাজার এলাকায় উদ্ধারকৃত নিুমানের বিদেশী বিভিন্ন ব্রান্ডের সিগারেট ধ্বংস করা হয়। এ সময় বিজিবি কর্তৃক পাচারকারী সহ অবৈধ ভাবে শুল্ক ও রাজস্বফাঁকি দিয়ে বিদেশী নিম্নমানের সিগারেট দোকানে সংরক্ষণ ও খুচরা বিক্রয়ের বিষয়েও সতর্ক করে দেন। পাশাপাশি স্থানীয় যুব সমাজ যেন স্বল্প মূল্যের এসব নিুমানের সিগারেটের কারণে ধুমপানে আসক্ত না হওয়ার জন্য অনুরোধ করে কুফল তোলে ধরেন। ধ্বংসকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ চৌধুরী, ঘুমধুম বিওপির কোম্পানি কমান্ডার  মোঃ সাইফুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খালেদ সরওয়ার হারেছ, সাংগঠনিক সম্পাদক আব্দুল শুক্কুর, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি গোলাম ছোবাহান সিকদার, বেতবুনিয়া দোকান মালিক সমিতি ও বাজার কমিটি’র সাধারণ সম্পাদক বশির আলম, ২৬৭ নং ঘুমধুম মৌজার হেডম্যান নুরুল হক, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল করিম, ঘুমধুম কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শাহ জাহান, আনসার ভিডিপি কমান্ডার আবদুর রহমান, বিজিবির বিশেষ গোয়েন্দাকর্মী ওবাইদুর, জুয়েল রানা সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 ঘুমধুম বিজিবির অভিযান ৯ লক্ষাধিক টাকার বার্মিজ পণ্য জব্দ

বর্ডার গার্ড ব্যাটালিয়ন কক্সবাজারের আওতাধীন ঘুমধুম বিওপির সদস্যরা  উখিয়া উপজেলার কুতুপালং সড়কে অভিযান চালিয়ে মিয়ানমারের বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করেন। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বার্মিজ সিগারেট, ক্যালসিয়াম, কপি, রকমারি, লোশন, লুঙ্গি, থামি ও সাবান। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৮ লক্ষ ৮৩ হাজার ৩ শত টাকা বলে বিজিবি জানিয়েছেন। এ সময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি। ঘুমধুম বিজিবির নিজস্ব সোর্সদের গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির নায়েব সুবেদার সাইফুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি জোয়ান বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কুতুপালং বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারের উল্লেখিত চোরাই পণ্যগুলো জব্দ করতে সক্ষম হন।

পাঠকের মতামত

প্রবারণা পূর্ণিমা উদযাপনকালীন নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী

ঢাকা, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, রামুসহ সারা দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য ...

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, বাংলাদেশিসহ গুলিবিদ্ধ ৫

কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে এক বাংলাদেশিসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।ক্যাম্প অভ্যন্তরের থাকা ...

রামু সরকারি কলেজে প্রতিবেদন দেওয়ার কথা ৩ দিনে, ২ সপ্তাহেও চিঠি পাননি তদন্ত কর্মকর্তা

কক্সবাজারের রামু সরকারি কলেজের অচলাবস্থা নিরসনে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে আর্থিক ক্ষমতা দেওয়ার জন্য গত ১ অক্টোবর ...

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিয়ে করতে মালয়েশিয়া যাচ্ছিল দুই তরুণী

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফ উপকূলে অভিযান চালিয়ে পুলিশ ১২ রোহিঙ্গা নারী-পুরুষসহ ২০ জনকে ...

উখিয়ায় উন্মুক্ত কারাগারের জায়গা পরিদর্শনে নবনিযুক্ত ‘আইজি প্রিজন্স’

কক্সবাজারের উখিয়ায় দেশের প্রথম উন্মুক্ত কারাগারের জায়গা ও জেলা কারাগার পরিদর্শন করেন নবনিযুক্ত আইজি প্রিজন্স ...