প্রকাশিত: ২১/০৫/২০১৬ ৫:১৫ পিএম

Coxsbazar-pict-19_05_2016~1ঘূর্ণিঝড় রোয়ানোর কবল থেকে নিজেদের রক্ষা করতে গিয়ে কক্সবাজার জেলার কুতুবদিয়ায় দু’ব্যক্তি মারা গেছেন। জেলা প্রশাসক মো.আলী হোসেন আজ ২১ মে বিকেল৩টায় এক জরুরী সংবাদ সম্মেলনে বলেন” নিহতদের একজন মাটির ঘর চাপা পড়ে মারা গেছেন এবং অন্যজন নৌকাযোগে নিরাপদ স্থানে যাতায়াতকালীন সময় দু’টি নৌকার মাঝখানে চাপা পড়ে মারা যান। সংবাদ সম্মেলনে পাউবো’র নির্বাহী প্রকৌশলী সাবিবুর রহমান রোয়ানের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে পাউবো’র ২৮ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবি করেন। জেলায় এখনো ৬ নম্বর বিপদ সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।

  • সৌজন্যে : শহিদুল্লাহ কায়সার ,

পাঠকের মতামত

পলাশ-সভাপতি, মধু-সম্পাদক বাবৌযুপ-উখিয়ার উদ্যোগে গুণিজন সম্মাননা ও সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-উখিয়া’র উদ্যোগে ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী, গুণিজন সম্মাননা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ ...